/indian-express-bangla/media/media_files/2024/12/27/KGHajIh8JjGsIjyy2hRK.jpg)
প্রতীকী ছবি।
West Bengal Weather Update 27 December 2024: বছর শেষে উধাও শীত। ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডা ডিসেম্বর শেষেও অধরা। বরং বর্ষবরণের এই সন্ধিক্ষণে বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়। ফের একবার তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে (Darjeeling)। তাপমাত্রা নামবে কবে? জানুন আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
বছর শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের পাশাপাশি লাগোয়া কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী রবিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।
তবে রবিবারের পর তাপমাত্রার পতনের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নামলেও হাড় কাঁপানো শীত জানুয়ারি মাসের শুরুতেও দেখা যাবে না বলে মনে করছে হাওয়া অফিস। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে।
কলকাতার আবহাওয়ার খবর
বৃহস্পতিবার রাতে কলকাতা শহরের তাপমাত্রা খানিকটা কমেছে। শুক্রবার সকাল থেকে তিলোত্তমা মহানগরীতে রোদ ঝলমলে আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ এবং আগামীকাল কলকাতা শহরের তাপমাত্রা খানিকটা বাড়বে। রবিবারের পর মহানগরীতেও তাপমাত্রার পারদ কমতে থাকবে। বর্ষবরণের আবহে কলকাতায় ঠান্ডার মনোরম আমেজ ফিরবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের ওপর মনোরম আবহাওয়া রয়েছে। শীতের ভরপুর মেজাজ উত্তরবঙ্গের সব জেলায়। তবে এই আবহাওয়া উইকেন্ডে (Weekend) ফের একবার বরফ পড়তে পারে দার্জিলিংয়ে। শনিবার দার্জিলিংয়ের উঁচু কয়েকটি এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙে।