Advertisment

Supreme Court: সুপ্রিম কোর্টে পিছোল আরজি কাণ্ডের শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চ মামলা শুনবে কবে?

Supreme Court Hearing on RG Kar Incident: মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। হলফনামা জমা দেওয়ার কথা ছিল রাজ্যের। তদন্ত রিপোর্ট জমার কথা ছিল CBI-এর।

author-image
IE Bangla Web Desk
New Update
rg kar case hearing in supreme court update, আরজি কর মামলার শুনানি, সুপ্রিম কোর্ট

Supreme Court-RG Kar Case: সুপ্রিম কোর্টে পিছোল আরজি কর মামলার শুনানি।

Supreme Court Hearing on RG Kar Incident: সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। মঙ্গলবার দুপুরে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি আজ হয়নি। আগামীকাল অর্থাৎ বুধবার সকালে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশে। দিকে দিকে আছড়ে পড়ে প্রতিবাদের ঢেউ। আরজি কর কাণ্ডে দুটি মামলা চলছে সর্বোচ্চ আদালতে। একটি মামলা হল, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। অন্য মামলাটি আরজি করের আর্থিক দুর্নীতির। মঙ্গলবার এই দুটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে এই মামলার শুনানি আজ পিছিয়ে দেওয়া হয়। আগামীকাল বুধবার আবার সর্বোচ্চ আদালতে আরজি কর মামলার শুনানি হবে।

আরজি কর মামলায় আজই কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর রিপোর্ট এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে হলফনামা জমা দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। হাসপাতালের সুরক্ষা নিয়ে এর আগে একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন খোদ প্রধান বিচারপতি। সে ব্যাপারে রাজ্যের তরফে তাঁদের বক্তব্য হলফনামা আকারে আজ পেশ করার কথা ছিল। তবে সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি।

আরও পড়ুন- Malda News: গৃহবধূকে 'ধর্ষণ' সিভিক ভলান্টিয়ারের, লোকাল পুলিশ কান পাতছে না দেখে SP-র কাছে নির্যাতিতা, তারপর?

আরও পড়ুন- Jagaddhatri Puja 2024: চোখ জুড়নো দেবীমূর্তি, তাকলাগানো মণ্ডপ, ভুবনভোলানো আলোকসজ্জা, জগদ্ধাত্রীর আরাধনায় তৈরি চন্দননগর

উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির দিকে নজর ছিল সব পক্ষের। গতকালই আরজি কর-এর নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে বেনজির প্রতিবাদের সাক্ষী ছিল রাজ্য। রাজ্যের শতাধিক জায়গায় জ্বলে উঠেছিল 'দ্রোহের আলো'। তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আরও একবার রাজপথের দখল নিতে নেমেছিলেন প্রতিবাদী মানুষজন। গতকাল সন্ধ্যেয় 'দ্রোহের আলো জ্বালো' শীর্ষক কর্মসূচি পালন করেছিল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের যৌথ মঞ্চ 'অভয়া মঞ্চ'। বহু সাধারণ মানুষও এই নজিরবিহীন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন- Eastern Rail: আপনি ভুললেও ভোলে না রেল, যাত্রী স্বার্থে এমন অভাবনীয় নজিরবিহীন তৎপরতার অভূতপূর্ব প্রশংসা!

RG Kar Medical College RG Kar Case Supreme Court of India supreme court
Advertisment