Jagadhatri Puja 2024-Chandannagar: একদা ফরাসডাঙা বলে পরিচিত চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে এবছর মোট ১৭৭টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ৬৯টি পুজো কমিটি এবার ঐতিহাসিক নিরঞ্জন শোভাযাত্রায় অংশ নেবে।
Jagadhatri Puja 2024: দেবী জগদ্ধাত্রীর আরাধনায় তৈরি চন্দননগর।
Jagadhatri Puja 2024: দীপাবলী, ভাইফোঁটার পর এবার জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2024)। আর জগদ্ধাত্রী পুজোর কথা মাথায় এলেই প্রথমেই যে নামটা ভেসে আসে মনে সেটি হলো চন্দননগর (Chandannagar)। একদা ফরাসডাঙা বলে পরিচিত চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় ৪ দিনের। সপ্তমী থেকে দশমী। আগামী ৮ নভেম্বর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। তবে চন্দননগরে এখন থেকেই সাজ সাজ রব। মোটামুটি সব পুজোমণ্ডপগুলির কাজই প্রায় শেষ। এবার চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৭৭টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ।
Advertisment
এবছর চন্দননগরের একটি পুজোর ২৫ বছর পূর্তি, ৫টি বড় পুজো পা দিচ্ছে ৫০ বছরে। একইভাবে দুটি পুজোর এবছর ৭৫তম বর্ষপূর্তি। ভদ্রেশ্বরের নবগ্রাম পুরশ্রী এবার ২৫তম বর্ষে পা দিয়েছে, ১৫ পল্লী (ভদ্রেশ্বর), তাঁতির বাগান চারঠাকুরতলা, গঞ্জ শীতলাতলা, বাগবাজার বাবুপুকুর ধার, নতুনপাড়া সর্বজনীনের জগদ্ধাত্রী পুজো এবার ৫০ বছরে পড়েছে।
এছাড়া ৭৫তম বর্ষ উদজাপন করবে চন্দননগর এলাকার দুটি বিখ্যাত পুজো। একটি বাগবাজার চৌমাথা অপরটি বেশোহাটা। চন্দননগরের পুজো মণ্ডপ,আলোকসজ্জা, প্রতিমা ছাড়াও আরেকটি আকর্ষণ অবশ্যই বিসর্জনের শোভাযাত্রা। দশমীর দিন সন্ধ্যায় যা শুরু হয় এবং শেষ হতে হতে পরের দিন বেলা গড়িয়ে যায়।
Jagadhatri Puja 2024: বাঁদিকে দেবী জগদ্ধাত্রীর চোখ আঁকছেন শিল্পী। ডানদিকে, চলছে মণ্ডপ তৈরির কাজ।
চন্দননগরে এই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক দর্শকের সমাগম হয়। তবে সব বারোয়ারির সৌভাগ্য হয় না এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেন্ট্রাল কমিটি ঠিক করে দেয় কোন কোন বারোয়ারি এই শোভাযাত্রায় অংশ নিতে পারবে। যেমন শতাধিক বর্ষ পেরিয়ে গেছে এমন বারোয়ারি পুজো কমিটি, যাদের ২৫-৫০-৭৫ বছর পূর্তি থাকে তাঁরা, এছাড়াও দীর্ঘদিন ধরে যে সব পুজো নিরঞ্জনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিচ্ছে তাঁদের সুযোগ মেলে। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন, চন্দননগর এবং ভদ্রেশ্বর মিলিয়ে মোট ৬৯টি পুজো কমিটি এবার ঐতিহাসিক শোভাযাত্রায় অংশ নেবে। মোট ১৩টি ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে।