Advertisment

Eastern Rail: আপনি ভুললেও ভোলে না রেল, যাত্রী স্বার্থে এমন অভাবনীয় নজিরবিহীন তৎপরতার অভূতপূর্ব প্রশংসা!

Operation Amanat-Indian Railway: যাত্রী স্বার্থে আরও এক ধাপ রেলের। রেলের কামরায় যাতায়াত এবার আরও বেশি সুরক্ষিত আরও চিন্তামুক্ত। যাত্রীদের স্বার্থে পূর্বরেলের এই তৎপরতার বিষয়ে বিশদে জানলে অবাক হবেন।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Eastern Rail has launched Operation Amanat: পূর্ব রেল চালু করেছে অপারেশন আমানাত

Operation Amanat-Eastern Railway: প্রতীকী ছবি।

Operation Amanat-Eastern Rail: ট্রেন কিংবা বাস বা অন্য যানবাহনে যাতায়াতের সময় অনেকেই তাঁদের লাগেজ বা অন্য কোন ওসামগ্রী ভুলে ফেলে চলে আসেন। কখনও কখনও পরবর্তী সময়ে তা মেলে আবার কখনও তা মেলে না। তবে পূর্বরেল যাত্রীদের স্বার্থে এব্যাপারে দারুণ এক তৎপরতা নিয়েছে। পূর্বরেলের রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা এব্যাকপারে সদা সতর্ক। কোনও যাত্রী ভুলে রেলে রকামরায় তাঁর ব্যাগ কিংবা অন্য সামগ্রী ভুলে ফেলে চলে গেলে অনেক সময়েই তা টহলরত আরপিএফ কর্মীদের নজরে আসে। সেই সব সামগ্রী পুনরায় যথাযুক্ত যাত্রীর হাতে তুলে দিতেই চালু হয়েছে রেলের 'অপারেশন আমানত'। বিশেষ এই প্রকল্পটির ব্যাপারে বিবৃতি দিয়ে বিশদে জানিয়েছে পূর্ব রেল।

Advertisment

পূর্বরেলের তরফে দেওয়া বিবৃতি: 

আপনি কখনও কি ট্রেন বা বাস যাত্রা করার সময় কোনও ব্যাগ বা গুরুত্বপূর্ণ জিনিস ফেলে এসেছেন? বাস বা অন্যান্য যানে কোনও কিছু ভুলে ফেলে এলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু রেলযাত্রার ক্ষেত্রে সেই সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF) সর্বদা ট্রেনের কামরাগুলিতে নজর রাখে। স্টেশনে দাঁড়ানো অবস্থায় হোক বা চলার পথে, ট্রেনের কামরায় নজর থাকে রেলওয়ে সুরক্ষা কর্মীদের। আরপিএফ শুধুই যে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করে তা নয়, তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিও নজর রাখে। 

যদি কোনও যাত্রী পরিত্যক্ত লাগেজ খুঁজে পায়, তবে সেই লাগেজটি কোন ব্যাক্তির তা খুঁজে বের করার চেষ্টা করে রেল। মালিককে না পাওয়া গেলে, আরপিএফ সেই জিনিসপত্র তাদের হেফাজতে নিয়ে রাখে এবং মালিকের সন্ধান করতে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই  উদ্ধার করা লাগেজ যথার্থ মালিককে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন- Ration Card: রেশন ব্যবস্থায় বিরাট বদল আনা হয়েছে, সমস্যা এড়াতে ঝটপট জানুন বিশদে

আরও পড়ুন- WBJDA: সঞ্জয়ের 'নির্দোষ' দাবি নিয়ে কিঞ্জলের মন্তব্য, রেশ টেনে আক্রমণে জুনিয়র ডাক্তারদের অন্য সংগঠন

আরও পড়ুন- Madhyamik Exam 2025 Schedule: ২০২৫-এ মাধ্যমিক শুরু কবে? কোন দিন কী পরীক্ষা? কবে রেজাল্ট আউট?

পূর্ব রেলের আরপিএফ "অপারেশন আমানত" (Operation Amanat) অভিযানের অধীনে গত অক্টোবর মাসে মোট ৩৬৫টি লাগেজ উদ্ধার করেছে, যার মোট মূল্য ৪৬,৪৩,৩৭৪/-। এর মধ্যে, হাওড়া ডিভিশনে ১৫৪টি, শিয়ালদহ ডিভিশনে ১০৯টি, মালদা ডিভিশনে ৩৮টি এবং আসানসোল ডিভিশনে ৬৪টি লাগেজ উদ্ধার করা হয়েছে। সমস্ত উদ্ধারকৃত জিনিসপত্র যথাযথ নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর লাগেজের মালিকের হাতে তুলে দেওয়া হয়। গত ৩ নভেম্বর ২০২৪ তারিখেও, পূর্ব রেলের আরপিএফ হাওড়া, বর্ধমান, শিয়ালদহ, কলকাতা, বনগাঁ, আন্দুল ও আসানসোল স্টেশনে বিভিন্ন ট্রেনে ও রেল চত্বরে আরও ১০টি ব্যাগ উদ্ধার করেছে। সেগুলিও যথাযথ যাচাইয়ের পর তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নয়া রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে

Indian Railways indian railway RPF Eastern Railway Operation Amanat
Advertisment