Citizenship Certificate:বাংলাদেশের প্রাক্তন ডাককর্মী পেয়ে গেলেন ভারতীয় নাগরিকত্ব, নেপথ্যের গল্পটা কী জানেন?

citizenship certificate: এবার বাংলাদেশের প্রাক্তন ডাককর্মীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হল। স্বাভাবিকভাবেই বিষয়টিতে তিনি আপ্লুত।

citizenship certificate: এবার বাংলাদেশের প্রাক্তন ডাককর্মীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হল। স্বাভাবিকভাবেই বিষয়টিতে তিনি আপ্লুত।

author-image
Utsab Mondal
New Update
Helencha former Bangladeshi postman citizenship certificate CAA,Helencha resident ex-postman got citizenship under CAA,CAA Helencha ex-mailman Indian citizenship,হেলেঞ্চা বাসিন্দা প্রাক্তন বাংলাদেশী ডাক কর্মী নাগরিকত্ব সার্টিফিকেট,সিএএ-তে আবেদন করে হেলেঞ্চা নাগরিকত্ব,হেলেঞ্চা প্রাক্তন ডাকী নাগরিকত্ব CAA

CAA: ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন প্রমথরঞ্জন বিশ্বাস।

২০০৯ সালে বাংলাদেশ থেকে এসে বাগদার হেলেঞ্চা বৈঁচিডাঙাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন প্রমথ রঞ্জন বিশ্বাস। সিএএ আইন লাগু হওয়ার পর তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদনের কথা ভাবেন। সেই ভাবনা মতোই ২০২৫ সালের এপ্রিল মাসে নাগরিকত্বের জন্য আবেদন করেন প্রমথরঞ্জন বিশ্বাস।

Advertisment

সব রকম ভেরিফিকেশনের পর সম্প্রতিক সেই নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন প্রমথরঞ্জন বিশ্বাস নামে ওই ব্যক্তি। নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে তিনি খুব খুশি। তাঁর কথায় এখন আর তাঁকে কেউ ভারত থেকে বিতাড়িত করতে পারবে না। তিনি একজন ভারতীয় নাগরিক, ভারত সরকার তাঁকে এই স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: খাস কলকাতায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই, তদন্তে পুলিশ

Advertisment

কোনও প্ররোচনায় প্রভাবিত না হয়ে এবং ভয় না পেয়ে সকল মতুয়াদের নাগরিকত্বের জন্য আবেদনের বার্তা দিয়েছেন সদ্য নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়া মতুয়া সম্প্রদায়ের প্রমথ রঞ্জন বিশ্বাস। তিনি বলেন, "মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে CAA নিয়ে। আমি কারও কথায় কান না দিয়ে সিএএ-তে আবেদন করে কোনও হয়রানি ছাড়াই সার্টিফিকেট পেয়েছি। আমার কোনও ভাতা বা সরকারি পরিষেবা বন্ধ হয়নি। কারও কথায় কান না দিয়ে প্রয়োজনে সিএএ-তে আবেদন করুন।"

আরও পড়ুন-Kolkata Metro:ফের নয়া মাইলফলক স্পর্শ পাতালরেলের! গর্বের রেকর্ড কলকাতা মেট্রোর

এই বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, "আমরা চেয়েছিলাম নিঃশর্ত নাগরিকত্ব। কেন্দ্র সরকার কীভাবে নাগরিকত্ব দিয়েছেন সেটা তারাই বলতে পারবেন।" একই সঙ্গে সংশয় প্রকাশ করে তিনি বলেন, "অনেকেই তো সিএএ-তে আবেদন করছে, তাহলে দেখে শুনে দু'একজনকে কেন দেওয়া হচ্ছে? এটা কোনও গিমিক নয় তো?"

আরও পড়ুন-Kolkata weather Today: অস্বস্তিকর ভ্যাপসা গরমে কাহিল দক্ষিণবঙ্গ! স্বস্তি কবে? কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

BJP নেতা বিধানচন্দ্র হাওলাদার বলেন, "তৃণমূল মানুষকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে। প্রমথ রঞ্জন বাবু আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। সামনে বিধানসভা নির্বাচনে সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব পেলে মতুয়ারা আর তৃণমূলে ভোট দেবে না। সেই কারণে তারা মানুষকে ভুল বোঝাচ্ছেন।"

Bengali News Today North 24 Pargana caa