Bhabesh Chandra Roy: ইউনূসের বাংলাদেশে ফের নৃশংস ঘটনা! হিন্দু নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন

Bangladesh News-Hindu leader kidnapped beaten to death: আবারও নৃশংসনীয় কাণ্ড বাংলাদেশে। শেখ হাসিনা জমানার অবসানের পর থেকে ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচার হয়েই চলেছে।

Bangladesh News-Hindu leader kidnapped beaten to death: আবারও নৃশংসনীয় কাণ্ড বাংলাদেশে। শেখ হাসিনা জমানার অবসানের পর থেকে ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচার হয়েই চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

Muhammad Yunus: মহম্মদ ইউনূস।

Hindu leader kidnapped beaten to death in Bangladesh: ফের নারকীয় ঘটনা বাংলাদেশে। এবার হিংসার বলি এক হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়। সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় এই অত্যাচার যেন থামার নামই নেই পড়সি দেশে। দিনাজপুরের বিরল উপজেলায় একজন হিন্দু নেতাকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

Advertisment

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমকে ঊদ্ধৃত করে জানিয়েছে, ভবেশ চন্দ্র নামে ওই ব্যক্তি এলাকার হিন্দু সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরল ইউনিটের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁকেই অপহরণ করে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওপার বাংলায়। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র, দ্য ডেইলি স্টারের প্রতিনিধিকে নিহত ভবেশ চন্দ্রের স্ত্রী শান্তনা রায় বলেন, "বৃহস্পতিবার চারজন লোক দুটি মোটরসাইকেলে এসে ভবেশকে তাদের বাড়ি থেকে অপহরণ করে।" বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা আততায়ীদের ভবেশকে নারাবাড়ি গ্রামে নিয়ে যেতে দেখেছেন, যেখানে তাকে নির্মমভাবে মারধর করা হয়।

আরও পড়ুন- West Bengal News Live: তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হল, তুমুল উত্তেজনা ভাঙড়ে

Advertisment

সেদিনই পরে, আক্রমণকারীরা ভবেশের অচেতন দেহটি একটি ভ্যানে করে তার বাড়িতে ফিরিয়ে দেয়। তাকে তাৎক্ষণিকভাবে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গত মাসে, ঢাকা-ভিত্তিক মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র (AsK) এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুরের মোট ১৪৭টি ঘটনার খবর পাওয়া গেছে। এই ঘটনাগুলিতে প্রায় ৪০৮টি বাড়ি ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে ৩৬টি অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। এছাড়াও, সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুরের ১১৩টি ঘটনা, আহমদিয়া সম্প্রদায়ের মন্দির ও মসজিদে হামলার ৩২টি ঘটনা এবং ৯২টি মন্দিরে মূর্তি ভাঙচুরের ৯২টি ঘটনার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন- Dilip Ghosh Marriage: 'অনেকে ভাবছেন ইকো পার্কে হাঁটলেই বুঝি বিয়ে হয়!', রিঙ্কুর মন জিততে দিলীপ কী করেছেন জানেন?

গত বছরের আগস্টে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সহিংসতা ও বিক্ষোভের মুখোমুখি হচ্ছে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দুদের পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। হিন্দু সংখ্যালঘুদের গণধর্ষণ, হত্যা এবং মন্দির অপবিত্র করার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে বেশ কয়েকটি প্রতিবেদন রয়েছে। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করেছে। চলতি মাসের শুরুতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউনূসের সাথে তার বৈঠকে হিন্দু সহ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি উত্থাপন করেছিলেন।

আরও পড়ুন- Kolkata Weather Today: শনিবার তুফানি দুর্যোগ রাজ্যে? ঝড়-জলের দাপট সবচেয়ে বেশি হতে পারে কোথায়?

Attacks on Hindus Murder Muhammad Yunus Bangladesh