West Bengal News Highlights: ‘চারশো নয়, ঘরছাড়া ১০ হাজার হিন্দু,' বিস্ফোরক দাবিতে রাজপথে গর্জন শুভেন্দুর

West Bengal News Update 19 April, 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের দুরন্ত আপডেট পড়ুন। দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

West Bengal News Update 19 April, 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের দুরন্ত আপডেট পড়ুন। দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Violence over Waqf Act in Murshidabad Suvendu blames Tmc,মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Latest West Bengal News Highlights :মুর্শিদাবাদের একের পর এক হিংসার ঘটনার প্রতিবাদে আজ, শনিবার কলকাতার রাজপথে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শুরু হয় এলগিন রোডে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে, শেষ হয় শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির সামনে।

Advertisment

এই কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চক্রান্ত চলছে। রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নন।”

মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু বলেন, “মুর্শিদাবাদে শুধু ৪০০ নয়, অন্তত ১০ হাজার হিন্দু তাঁদের ঘর ছেড়ে পালিয়ে এসেছেন। কেন্দ্রীয় বাহিনী সরলেই ফিরবে সন্ত্রাস। এই রাজ্যে হিন্দুদের বাঁচানোর জন্য এখনই অ্যাকশন দরকার। শুধু দেখলেই হবে না, চাই কঠোর পদক্ষেপ।”

মিছিল থেকে ‘হিন্দু বাঁচাও, মমতা ভাগাও’ স্লোগানে মুখর হয় বিজেপি সমর্থকেরা। এই স্লোগান রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়ানোর ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisment

শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। গত সপ্তাহের শুক্রবার এই গ্রামেই ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের নামে চলেছে আগুনে-হিংসা। নির্বিচারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একের পর এক হিন্দু বাড়িতে। আজ মহিলা কমিশনের প্রতিনিধিরা যেতেই তাদের সামনে কান্নায় ভেঙে পড়লেন এলাকার মহিলারা। তাঁরা জানিয়েছেন, এলাকায় BSF ক্যাম্প করতে তাঁরা জমি দিতেও প্রস্তুত। পুলিশের উপর তাঁদের কোনও ভরসা নেই। মহিলা কমিশনের সদস্যদের তাঁরা এলাকায় বিএসএফ ক্যাম্প তৈরির ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন জানিয়েছেন। এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে মাটিতে শুয়ে পড়ে কাঁদতে দেখা যায় বেশ কিছু মহিলাকে। তাঁরা বলেন, "আমাদের সুরক্ষা না দিলে আমরা আর বাঁচব না।" এলাকাবাসীর দাবি সঠিক জায়গায় পৌঁছে দেবেন বলে এদিন তাঁরা জানিয়েছেন।

ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকার। শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ISF-এর সমর্থকরাই এর পিছনে জড়িত। অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এই অভিযোগ নিয়ে এখনও আইএসএফ-এর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

  • Apr 19, 2025 15:18 IST

    West Bengal News Live:রাজ্যপালের হাত ধরে হাউ হাউ করে কান্না

    রাজ্যপালের মুর্শিদাবাদ সফর ঘিরে তুমুল হট্টগোল। গতকাল মালদায় মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে দেখা করে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আজ তিনি গিয়েছিলেন মুর্শিদাবাদের হিংসা (Murshidabad Violence) বিধ্বস্ত এলাকা পরিদর্শনে। সিভি আনন্দ বোসের এই সফর ঘিরেই শনিবার তুমুল হট্টগোল ছড়িয়ে পড়ে সামশেরগঞ্জের বেদবোনা গ্রামে।

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh Marriage: ভাবতেই পারবেন না! দিলীপ ঘোষের বিয়ের মেনুতে কী কী ছিল জানেন?



  • Apr 19, 2025 13:46 IST

    West Bengal News Live:দিলীপ ঘোষের বিয়ের মেনুতে কী কী ছিল জানেন?

    অতীতে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে সাধারণভাবে কোনও রাজনৈতিক দলের নেতা বা নামজাদা কোনও ব্যক্তিত্বের নিজেদেরই হোক কিংবা ছেলে-মেয়েদের বিয়ে, খাবারের মেনুতে থাকে নজরকাড়া, তাকলাগানো, জিভে জল আনা সব পদ। গতকালই বিয়ে করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিয়েতে কী কী খাবারের পদ ছিল জানেন?

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh Marriage: ভাবতেই পারবেন না! দিলীপ ঘোষের বিয়ের মেনুতে কী কী ছিল জানেন?



  • Apr 19, 2025 13:10 IST

    West Bengal News Live:জালিয়াতির পর্দাফাঁস! ধৃত ১

    প্রতারণার নিত্যনতুন ফাঁদ পাতছে প্রতারকরা। সেই ফাঁদে পা দিলেই 'সর্বশান্ত' হওয়ার আশঙ্কা প্রবল। এবার খাস কলকাতা শহরের কাছেই এমনই একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ। ভাড়ার নামে গাড়ি নিয়ে সেই গাড়িই বিক্রি করে দেওয়ার 'বেআইনি কারবার' চালাচ্ছিল একটি দল। সেই দলেরই অন্যতম এক পাণ্ডাকে পুলিশ গ্রেফতার করেছে।

    বিস্তারিত পড়ুন- Cyber Crime: কলকাতার বুকে অভিনব প্রতারণা, চোখ কপালে তোলার মতো জালিয়াতির পর্দাফাঁস! ধৃত ১



  • Apr 19, 2025 12:47 IST

    West Bengal News Live:হিন্দু নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন

    ফের নারকীয় ঘটনা বাংলাদেশে। এবার হিংসার বলি এক হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়। সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় এই অত্যাচার যেন থামার নামই নেই পড়সি দেশে। দিনাজপুরের বিরল উপজেলায় একজন হিন্দু নেতাকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

    বিস্তারিত পড়ুন- Bhabesh Chandra Roy: ইউনূসের বাংলাদেশে ফের নৃশংস ঘটনা! হিন্দু নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন



  • Apr 19, 2025 12:46 IST

    West Bengal News Live:'যোগ্য' শিক্ষকদের চাকরির দাবিতে পথে ছাত্রীরা

    কে যোগ্য শিক্ষক আর কে অযোগ্য শিক্ষক তা বাছাই করা যায়নি। এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন বাংলার হাজার হাজার শিক্ষক ও শিক্ষিকা। এবার যোগ্যদের চাকরির দাবিতে পথে নামল পূর্ব বর্ধমানের জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। যোগ্য শিক্ষকদের প্রতি সুবিচারের দাবি জানাতে শ'য়ে শ'য়ে ছাত্রী পথে নেমেছিল। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে এভাবে পথে নামানোর ঘটনা জানতে পরে বেজায় চটেছে ব্লক প্রশাসন। ঘটনার জবাবদিহি চেয়ে বিডিও ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নোটিশ পাঠিয়েছেন। 



  • Apr 19, 2025 11:42 IST

    West Bengal News Live:অসুস্থ সৃজিত

    হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি। গতকাল রাতে আচমকা প্রচণ্ড ঘাম হতে শুরু করে পরিচালকের। সেই সঙ্গে শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। চিকিৎসকদের পরামর্শে তড়িঘড়টি তাঁকে নিয়ে যাওয়া হয় ইম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসাতালে। গতরাতেই তাঁকে ICU-তে রেখে চিকিৎসা শুরু হয়। পরিচালকের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে।  



  • Apr 19, 2025 11:41 IST

    West Bengal News Live:ভেঙে পড়ল বহুতল

    ভয়াবহ বিপর্যয় ঘটে গেল রাজধানী দিল্লির বুকে। গতকাল গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপের নীচে অনেক আটকে থিলেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



  • Apr 19, 2025 10:13 IST

    West Bengal News Live:বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি

    শুক্রবার মাঝরাত থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে একটি হাতি। রাতে ক্যাম্পাসের অতিথিশালার সামনে প্রথমে হাতিটিকে দেখেন নিরাপত্তাকর্মীরা। রাতভর ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি করে বেড়ায় হাতিটি। বর্তমানে ক্যম্পাসের চা বাগান লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছে গজরাজ। 

    বিস্তারিত পড়ুন- University of North Bengal: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে হুলস্থূল



  • Apr 19, 2025 09:42 IST

    West Bengal News Live:জন্মদিন সেলিব্রেশন দিলীপের

    গতকালই বিয়ে সেরেছেন BJP নেতা দিলীপ ঘোষ। বিয়ের পরের দিন অর্থাৎ আজ ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। সেই জন্মদিন তিনি পালন করলেন ইকো পার্কে কেক কেটে, পায়েস খাইয়ে। স্বভাবতই বিয়ে নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্ন ধেয়ে এসেছিল তাঁর দিকে। স্ত্রী রিঙ্কুর সঙ্গে তাঁর প্রথম আলাপ ইকো পার্কেই? একথারও স্পষ্ট উত্তর দিলেন সদ্য গৃহস্থ জীবনে পা রাখা দিলীপ। তবে বাদ গেল না মুর্শিদাবাদের সাম্প্রদায়িক উত্তেজনার প্রসঙ্গও। স্বভাবসিদ্ধ ঢঙেই ফের একবার দিলীপ ঘোষের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh Marriage: 'অনেকে ভাবছেন ইকো পার্কে হাঁটলেই বুঝি বিয়ে হয়!', রিঙ্কুর মন জিততে দিলীপ কী করেছেন জানেন?



  • Apr 19, 2025 09:40 IST

    West Bengal News Live: আজ তুফানি দুর্যোগ রাজ্যে?

    ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবারেও। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-জলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গই নয়, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জানুন একেবারে লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: শনিবার তুফানি দুর্যোগ রাজ্যে? ঝড়-জলের দাপট সবচেয়ে বেশি হতে পারে কোথায়?



news of west bengal cv ananda bose Bengali News Today dilip ghosh