Kolkata Metro:যুগান্তকারী ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো, একসঙ্গে চালু হচ্ছে ১৪ কিমি নতুন রুট

Metro Railway,Kolkata: কলকাতা মেট্রোর নয়া এই তৎপরতায় শহর কলকাতা ও লাগোয়া এলাকাগুলির বাসিন্দারা দারুণভাবে উপকৃত হবেন।

Metro Railway,Kolkata: কলকাতা মেট্রোর নয়া এই তৎপরতায় শহর কলকাতা ও লাগোয়া এলাকাগুলির বাসিন্দারা দারুণভাবে উপকৃত হবেন।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro,East West Metro,East West Metro services will be closed for 8 days in two phases,আজ থেকে দু'দফায় বন্ধ মেট্রো চলাচল,ইস্ট ওয়েস্ট মেট্রো,কলকাতা মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো

Kolkata Metro:কলকাতা ও তার আশপাশের এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। একসাথে প্রায় ১৪ কিলোমিটার নতুন মেট্রো রুট চালু হতে চলেছে শহরে। মেট্রো রেলের ইতিহাসে একসাথে এতটা দীর্ঘ পথের উদ্বোধন এই প্রথম।

চালু হতে চলা তিনটি নতুন রুট হল —

শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড (২.৪৫ কিমি)।

নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি)।

হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা (৪.৩৯ কিমি)।

Advertisment

এই নতুন রুটগুলি চালু হলে কলকাতা মেট্রো ও পূর্ব রেলওয়ের শহরতলির এলাকাগুলির নেটওয়ার্কের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ—দুই গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে যাত্রীরা সরাসরি মেট্রোর সুবিধা পাবেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার, ব্যাপক ধরপাকড়, টেনে-হিঁচড়ে আন্দোলনকারীদের সরাল পুলিশ

শিয়ালদহ–এসপ্ল্যানেড রুটে বড় স্বস্তি:

Advertisment

এখন পর্যন্ত সড়ক পথে শিয়ালদহ থেকে হাওড়া পৌঁছতে যেখানে প্রায় এক ঘণ্টা সময় লাগে। সেখানে নতুন মেট্রো চালু হলে মাত্র ১১ মিনিটেই গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভব হবে। ফলে হাওড়া ও শিয়ালদহ স্টেশনের লাখ-লাখ যাত্রী সহজেই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে দ্রুত পৌঁছে যাবেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার, ব্যাপক ধরপাকড়, টেনে-হিঁচড়ে আন্দোলনকারীদের সরাল পুলিশ

বিমানবন্দর পর্যন্ত দ্রুত যাত্রা:

নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হলে কেন্দ্রীয় ব্যবসায়িক কেন্দ্র যেমন এসপ্ল্যানেড থেকেও সহজেই বিমানবন্দরে পৌঁছনো যাবে। ইস্টার্ন রেলওয়ের মফস্বলের এলাকাগুলিতে ট্রেন ও মেট্রোর আন্তঃসংযোগ ব্যবস্থার ফলে যাত্রীরা স্বল্প সময়ে বিমানবন্দরে পৌঁছে যাবেন।

আরও পড়ুন-West Bengal News Live Updates:টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার, ব্যাপক ধরপাকড়, টেনে-হিঁচড়ে আন্দোলনকারীদের সরাল পুলিশ

নতুন মেট্রোপথে উৎসবের আনন্দ দ্বিগুণ:

হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা রুট চালু হলে বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোর সংযোগ তৈরি হবে। এর ফলে নিউ গড়িয়া স্টেশনের মাধ্যমে পূর্ব রেলওয়ের দক্ষিণ শাখার সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন হবে। ফলে পুজোর সময় আর যানজট বা ক্লান্তিকর বাসযাত্রার চিন্তা করতে হবে না, আরামদায়ক ট্রেন পরিষেবা ব্যবহার করে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছে যাওয়া যাবে অল্প সময়ে।

আরও পড়ুন-MBBS:রাজ্যে বন্ধ হয়ে গেল MBBS-এর ভর্তি, বেনজির সংকটের মুখে হাজার-হাজার ছাত্রছাত্রী

নতুন ইতিহাসের সূচনা:

একসঙ্গে প্রায় ১৪ কিলোমিটার মেট্রো রুট চালু হওয়ার ফলে কলকাতার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। নগরবাসীর জীবনে গতি, স্বাচ্ছন্দ্য ও মানোন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে। কলকাতা, ‘সিটি অফ জয়’, এবার আরও আনন্দে ভরপুর হতে চলেছে এই নতুন নগর রেল সংযোগের সৌজন্যে।

kolkata metro east-west metro Metro