Advertisment

Kali Puja 2024: কালীপুজোয় কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ জমজমাট! দুপুর-রাতে মায়ের ভোগে কী কী পদ?

Kali Puja 2024: নির্ঘণ্ট মেনে কালীপুজোর দিনে বিশেষ পুজো কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠে। সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় মন্দিরে। দুপুর-রাতে নানা পদে দেবীমাতাকে ভোগ নিবেদন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kali puja 2024,kali puja, kali puja  special bhog, Dakshineswar Kali Temple, Kalighat kali temple, kali temple, Maa Kali,  Kali Puja Ritual, কালীপুজো,  কালীঘাট, দক্ষিণেশ্বরে কালীপুজো, কালীপুজোর ভোগ, দক্ষিণেশ্বরে কালীপুজোর ভোগ,কালীঘাটে কালীপুজোর ভোগ, তারাপীঠে কালীপুজো, Tarapith Temple, তারাপীঠ

Kali Puja 2024: বাঁদিক থেকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের মা কালী ও তারাপীঠের মা তারা।

Kali Puja 2024: সাড়ম্বরে কালীঘাটে (Kalighat Temple) কালীপুজোর (Kali Puja) আয়োজন। কালীপুজোর দিনে কালীঘাটের মা কালী পূজিত হন মা লক্ষ্মী রূপে। দক্ষিণেশ্বরেও কালীপুজোর দিনে মা ভবতারীণির বিশেষ পুজোর আয়োজন। আলোর মেলায় সেজে উঠেছে গোটা মন্দির। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু। তারাপীঠেও মহা সমারোহে কালীপুজোর বিশেষ দিনে তারা মায়ের আরাধনা। কালীপুজোয় কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারাপীঠে মায়ের ভোগে কী কী পদ থাকছে জানেন? 

Advertisment

দুর্গাপুজোর চার দিন কালীঘাটের মা কালী পূজিত হন দেবী দুর্গা রূপে। তবে বছরের বাকি দিনগুলোতে মা কালী রূপেই পুজো পান দেবীমাতা।

কালীপুজোয় কালীঘাটে মহাভোগ: 

কালীঘাটে মা কালীকে দুপুরে পোলাও, শুক্ত, পাঁচ রকমের ভাজা, চিংড়ি-পোনা মাছ, বলির পাঁঠার মাংস, চাটনি পায়েস, পান ও জল সহযোগে ভোগ নিবেদন। রাতে মায়ের ভোগে নিরামিষ আহার। ময়দার লুচি, খিচুড়ি, তরকারি, কয়েক রকমের, ভাজা, রাবড়ি, রসগোল্লা, চাটনি, দই, মিষ্টি, পান সহযোগে ভোগ নিবেদন। 

কালীপুজোয় তারাপীঠে মায়ের ভোগ:  

কালীপুজোর দিনে তারাপীঠে মা তারার বিশেষ পুজো। মা তারার ভোগে আজ ছোলা, সন্দেশ, মিছরির শরবত। পোলাও, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, সাদা ভাত, শোল মাছের মাখা, পাঁচমিশালি তরকারি, পাঁঠার মাংস, চাটনি, পায়েস, মিষ্টি সহযোগে মাকে ভোগ নিবেদন।

আরও পড়ুন- Kali Puja 2024: কালীপুজোর রাতে নয়া ইতিহাস দক্ষিণেশ্বরে! অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকবেন দর্শনার্থীরা

আরও পড়ুন- Kali Puja 2024: বারাসত-মধ্যমগ্রামে জমজমাট কালীপুজো! থিমের দৌড়ে দুরন্ত টক্করে বাজিমাত কার?

দক্ষিণেশ্বরে মায়ের ভোগ: 

মহাসমারোহে নির্ঘণ্টে মেনে দক্ষিণেশ্বরে আজ ভবতারিণীর পুজো। দক্ষিণেশ্বরের দেবী মাতার ভোগে আজ ঘি-ভাত, সেই সঙ্গে মাকে পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের তরকারি, তিন রকমের মাছ, চাটনি, পায়েস, মিষ্টি। আজ রাতে মা ভবতারীণির জন্য বিশেষ অন্ন ভোগ। সেই অন্ন ভোগে লুচি, ছানার তরকারি, রাবড়ি-সহ পাঁচ রকমের মিষ্টি রয়েছে। তবে দক্ষিণেশ্বরের মায়ের ভোগে মাংস থাকে না।  পোলাও থাকছে ভোগে। সেই সঙ্গে রয়েছে রুই, ইলিশ, চিংড়ি, পাঁঠার মাংস, চাটনি ও পায়েস। শেষ পাতে রয়েছে পান ও জল।

আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে

আরও পড়ুন- Kali Puja 2024: যতবার মন্দিরের দরজা লাগানো হয়, ততবারই ভেঙে যায়, ডাকাত কালীবাড়ির গা ছমছমে ইতিহাস!

Kalighat Tarapith Tarapith Temple Dakshineswar Kalipuja 2024
Advertisment