Advertisment

Howrah Bridge: আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ, গাড়ি চলাচলের বিকল্প রুট জানুন

Howrah Bridge: শনিবার রাতেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ। ব্রিজ দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। বিকল্প কোন কোন রুট ধরে চলবে গাড়ির যাতায়াত? হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে তা জানানো হয়েছে। বিশদে জেনে নিন আপনিও।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

Howrah Bridge: হাওড়া ব্রিজ।

Howrah Bridge will be closed for traffic for 5 hours on saturday night: আজ রাতে বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলার জেরেই এই সিদ্ধান্ত। শনিবার রাত সাড়ে ১১টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু। রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত একটানা ৫ ঘণ্টা ধরে বন্ধ রাখা হবে হাওড়া ব্রিজ। এই ৫ ঘণ্টায় বিকল্প পথে গাড়ি চলাচল করবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবা রাত থেকে হাওড়া ব্রিজে গাড়ি চলাচল বন্ধ রাখার কথা শুক্রবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল। 

Advertisment

হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসেও। স্বাস্থ্য পরীক্ষা হলেও গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়নি। তবে আজ রাত সাড়ে ১১ টা থেকে হাওড়া ব্রিজে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। একটানা পাঁচ ঘন্টা ধরে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ দিয়ে গাড়ির যাতায়াত। রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত হাওড়া ব্রিজ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা। টানা ৫ ঘন্টা ধরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার-হাজার গাড়ি যাতায়াত করে। সেই ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ আজও বাংলার গর্ব। এককথায় বহির্বিশ্বে কলকাতার পরিচিতির অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হল এই হাওড়া ব্রিজ। এবার ব্রিজে গাড়ি চলাচল বন্ধ রেখে তার স্বাস্থ্য পরীক্ষার কাজ হবে। 

আরও পড়ুন- West Bengal Weather Update: সপ্তাহ ঘুরলেই ঠান্ডার দুরন্ত মেজাজ দেখবে বাংলা? জাঁকিয়ে শীত নিয়ে অবেশেষে বড় আপডেট!

আরও পড়ুন- Suvendu Adhikari: 'সাংঘাতিক' তথ্য শুভেন্দুর হাতে? 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে 'অ্যাটমবোমা' ফাটানোর তোড়জোড়!

কোন দিক দিয়ে ঘোরানো হবে গাড়ি?

জানা গিয়েছে, হাওড়া ব্রিজ শনিবার রাত সাড়ে ১১টায় বন্ধ হয়ে যাবে। ওই সময় থেকে হাওড়া ব্রিজ পার করে কলকাতার দিকে যেসব গাড়িগুলি যেতে চাইবে তাদেরকে দ্বিতীয় হুগলি সেতুর দিক দিয়ে ঘোরানো হবে। অর্থাৎ হাওড়া ব্রিজ দিয়ে কলকাতামুখী গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেই গাড়িগুলি ঋষি বঙ্কিম সেতু, বার্ন স্ট্যান্ডার্ড মোড়, ফোরশোর রোড, কাজীপাড়া রোড ধরে এগোবে। 

আরও পড়ুন- Digha: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, হই হই পড়ে যাবে দিঘায়! কেন জানেন?

দক্ষিণ হাওড়া, পশ্চিম হাওড়ার দিক থেকে উত্তর কলকাতার দিকে যাওয়া গাড়িগুলিকে বালি ব্রিজ বা নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেয়া হবে। সুতরাং আজ রাতে যারা হাওড়া ব্রিজ পারাপার করে যাতায়াত করবেন ভাবছেন তাঁরা আগে সচেতন হোন। বিকল্প রুটগুলি সম্পর্কে আগেভাগে জেনে নিন।

আরও পড়ুন- Guru Nannak: বিশ্রাম নিচ্ছিলেন গুরু নানক, খানিক দূরেই ছিলেন বিশ্ববরেণ্য সাধক, বাংলার এতল্লাটে গর্বের ইতিহাস!

kolkata Howrah Traffic police Howrah Bridge
Advertisment