Advertisment

Digha: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, হই হই পড়ে যাবে দিঘায়! কেন জানেন?

Digha: ভ্রমণপ্রিয় বাঙালির বরাবরের পছন্দের জায়গা পূর্ব মেদিনীপুরের সৈকতনগরী দিঘা। বছরভর দিঘায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। এবার পর্যটকদের দারুণ মনোরঞ্জনের জন্য ফাটাফাটি বন্দোবস্ত সমুদ্র শহরে। তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Digha, Digha trip,kolkata to digha,দিঘা, কলকাতা থেকে দিঘা

Digha: দিঘার সমুদ্র পাড়।

new attraction for tourists in digha dheusagar park: সব কিছু ঠিকঠাক এগোলে আগামী ডিসেম্বর মাসে বড়দিনের আগেই দিঘায় (Digha) দুরন্ত মজার সব রাইড চালু হয়ে যেতে চলেছে। পর্যটকদের ভরপুর দেদার মনোরঞ্জনের জন্য বাম্পার এই সব ইভেন্টগুলি চালু এখন সময়ের অপেক্ষা সৈকতনগরী দিঘায়। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ট্রায়াল রান। প্রশাসনের তরফে সবুজ সংকেত মিললেই পুরোদমে পর্যটকদের জন্য চালু হয়ে হতে পারে একেবারে বিদেশের ধাঁচের একাধিক এই সব রাইড।

Advertisment

দিঘার ঢেউ সাগর পার্কে (Dheu Sagar Park) বেসরকারি সংস্থার উদ্যোগে বসানো হচ্ছে একেবারে বিদেশি ধাঁচের দারুণ সব রাইড। বিদেশের আদলে জায়ান্ট সুইং রাইড চালু করার তোড়জোড় এখন তুঙ্গে দিঘার ঢেউ সাগর পার্কে। ইতিমধ্যেই জায়ান্ট সুইং-এর বিশেষ ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে দিঘার ঢেউসাগর পার্কে। এবার একে একে অন্যান্য সব রাইডগুলিরও ট্রায়াল রান শুরু হচ্ছে।

দিঘায় ঢেউ সাগর পার্কের দায়িত্বপ্রাপ্ত সংস্থার ম্যানেজার জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই ঢেউ সাগর পার্ক আমূল বদলে যাবে। একেবারে বিদেশের ধাঁচে দারুণ বেশ কিছু রাইড চালু হয়ে যাবে ঢেউসাগর পার্কে। তবে ঢেউ সাগর পার্কে পর্যটকদের জন্য এমন ঢালাও বিনোদনের বন্দোবস্ত হলেও সুরক্ষার সব দিক খতিয়ে দেখার পরেই রাইডগুলি চালুর ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দেবে রাজ্য সরকার। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্র জানা গিয়েছে, পর্যটকদের সুরক্ষার সঙ্গে কোনও আপোষ করা হবে না। ট্রায়াল রান শুরু হলেও ওই রাইডগুলির সুরক্ষাজনিত সমস্ত দিক খতিয়ে দেখা হবে। তারপরেই পর্যটকদের জন্য সেগুলি চালুর জন্য সবুজ সংকেত দেওয়া হবে প্রশাসনের তরফে।

আরও পড়ুন- West Bengal News Live: ট্যাব দুর্নীতিতে ধৃত শিক্ষক থেকে রাজমিস্ত্রি...পুলিশকে ফের কর্তব্যের পাঠ আদালতের

আরও পড়ুন- Memari Incident: কান পাতছিল না লোকাল থানা, SP-কে জানাতেই 'অ্যাকশন'! নাটকীয় গ্রেফতারি!

আরও পড়ুন- West Bengal Weather Update: জাঁকিয়ে শীত নিয়ে অবশেষে দুরন্ত আপডেট! ব্ল্যাঙ্কেট-বালাপোস পাড়ার দিনক্ষণ জেনে নিন...

এদিকে দিঘায় ঢেউ সাগর পার্কে ওই বেসরকারি সংস্থার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানিয়েছেন, বিদেশের ধাঁচে এই সব রাইডগুলি চালুর ব্যাপারে সরকারের ছাড়পত্র মেলার অপেক্ষায় রয়েছেন তাঁরা। প্রশাসন সবুজ সংকেত দিলে আগামী মাসে বড়দিনের আগেই ঢেউ সাগর পার্কে এমন বিনোদনমূলক সমস্ত রাইড চালু হয়ে যেতে পারে দিঘায়।

Digha Tourism Tourists in Digha Digha Digha Dheu Sagar Park
Advertisment