Advertisment

Digha: ভয়ঙ্কর দৃশ্য দিঘার সমুদ্রে! আঁতকে উঠলেন পর্যটকরা...

Digha: পুজোর ছুটির মরশুমে রাজ্যের সমুদ্র নগরী দিঘায় এখন উপচে পড়া ভিড় পর্যটকদের। হোটেল-লজগুলির বুকিং কানায় কানায় পূর্ণ।

author-image
Debanjana Maity
New Update
Cyclone Amphan Highlights: আমফানে বাংলায় মৃত ৭২, ক্ষতিপূরণ ঘোষণা মমতার, মোদীকে রাজ্য় পরিদর্শনের অনুরোধ

দিঘার সমুদ্র।

Digha: পূর্ণিমার রাতে দিঘার সমুদ্র সৈকতে হৈ হৈ কাণ্ড। আচমকা সমুদ্র পাড়ের গার্ডওয়াল টপকে জল ঢুকতে শুরু করে দিঘা বাজার, রাস্তাঘাট-সহ মেরিন ড্রাইভ জুড়ে। ওই রাতে কার্যত দানবের মতো ঢেউ আছড়ে পড়তে থাকে দিঘার সৈকত সরণিতে। সেই মুহূর্তে দিঘার সমুদ্রের পাড়ে থাকা পর্যটকরা তো ভিড় জমিয়েইছিলেন। বাকি যাঁরা হোটেলে ছিলেন তাঁরাও শেষমেষ নেমে আসেন দিঘার সমুদ্র পাড়ে। প্রবল এই জলোচ্ছ্বাসের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করতে শুরু করেন অনেকে। তাঁদের সামলাতে হিমশিম দশা হয় সমুদ্রপাড়ে থাকা পুলিশকর্মীদের।

Advertisment

পূর্ণিমার ভরা কোটালে ফুলেঁ ফেঁপে উঠেছিল দিঘার সমুদ্র। তাতেই বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে দিঘার সৈকতের গার্ডওয়ালে। গার্ডওয়াল টপকে সমুদ্রের পাড়ের এলাকাগুলিতে জল ঢুকে পড়ে। এমনিতেই পুজোর ছুটির মরশুমে দিঘায় উপচে পড়া ভিড় পর্যটকদের। 

তার উপর সমুদ্রের এই প্রবল প্রতাপ দেখতে নজরকাড়া উন্মাদনা চোখে পড়ে। এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই রাজ্যের সৈকতনগরী দিঘায়। হোটেল-লজ গুলির বুকিং কানায় কানায় পূর্ণ।

আরও পড়ুন- পুজোর ৪ দিনে রেকর্ড টাকার মদ বিক্রি! সাড়া ফেলে দিয়েছে বাংলার এই জেলা!

আরও পড়ুন- Kolkata Fire: পুজো মিটতেই বড়সড় বিপত্তি কলকাতায়, শিয়ালদহে ESI হাসপাতালে আগুন-মৃত্যু

Purba Medinipur, Digha, Digha News, Digha weather, high tide in Digha, old Digha, Digha police station, Purba Medinipur, দিঘা, দিঘা আবহাওয়া, কোজাগরী পূর্ণিমা, ভরা কোটাল, উত্তাল সমুদ্র, পূর্ব মেদিনীপুর
কোজাগরী পূর্ণিমার রাতে দিঘার সমুদ্রের গার্ডওয়াল টপকে জল উঠে আসে রাস্তায়। 

আরও পড়ুন- UGC NET Result 2024: প্রকাশিত UGC NET জুনের ফল, রেজাল্ট দেখবেন কোন ওয়েবসাইটে?

গতকাল রাতে দিঘার সমুদ্র পাড় উপচে পড়ে জল ঢুকে পড়ে লাগোয়া রাস্তায়। কোথাও হাঁটুজল ও কোথাও কোমর সমান জল পর্যন্ত জমে যায়। এই দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকেরা। পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যায় নুলিয়াদেরও মোতায়েন রাখা হয়। পুলিশের তরফে বারবার সতর্ক করা হয় পর্যটকদের। পূর্ণিমার কোটালে অন্যান্য সময়ে দিঘার সমুদ্রে এমন ভয়ঙ্কর রূপ দেখা গেলেও এর আগে অক্টোবর মাসে এমন জলোচ্ছ্বাস দেখা যায়নি। অনন্ত স্থানীয়রা এমনই বলছেন।

Digha Digha Tourism Tourists in Digha
Advertisment