Humayun Kabir: তৃণমূলের হুমায়ুনের হাতে 'ভগবদ গীতা', শুভেন্দুকে নিয়ে শোনালেন 'বড় কথা'!

Humayun Kabir-Suvendu Adhikari: আবারও খবরের শিরোনামে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী দারুণ চর্চায়।

Humayun Kabir-Suvendu Adhikari: আবারও খবরের শিরোনামে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী দারুণ চর্চায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Humayun Kabir attacks Suvendu Adhikari again, শুভেন্দু অধিকারীকে আক্রমণ হুমায়ুন কবীরের

Humayun Kabir & Suvendu Adhikari: হুমায়ুন কবীর ও শুভেন্দু অধিকারী।

Humayun kabir holding Gita in his hand says Suvendu can never become CM: ফের চর্চায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার ডাকাবুকো তৃণমূল বিধায়ক হাতে তুলে নিয়েছিলেন ভগবদ গীতা (Bhagavad Gita)। গীতা হাতে বড়সড় ভবিষ্যদ্বাণীও করে ফেলেছেন হুমায়ুন। ফের একবার শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikari) নিশানা হুমায়ুনের। 

Advertisment

হঠাৎ গীতা হাতে তুলে নেওয়ার প্রসঙ্গে তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন, "আমি কট্টর মুসলমান। তবুও আমি গীতা রেখেছি। এর কারণ হল, আমার কিছু জানার আছে। এই সব লোকেদের ( শুভেন্দু অধিকারী ও BJP )-র কথার উত্তর দিতে হবে।"

গতকাল কলকাতার রেড রোডে ইদের (Eid) নামাজ-পাঠের অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, "জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না।" মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পরে রে-রে করে উঠেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে অপমান করেছেন বলে দাবি বিরোধী দলনেতার।

আরও পড়ুন- West Bengal News Live:সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে তৃণমূল নেতার বাড়িতেই চুরি, পুলিশ কী জানাল?

Advertisment

এবার পাল্টা শুভেন্দু অধিকারীকেই আক্রমণ শানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গীতা হাতে নিয়ে তিনি বলেন, "এটা আমায় একজন বিডিও দিয়েছেন। কঠিন ভাষা। অক্ষর পড়তে গিয়েও কষ্ট হয়। তবুও আমি এটা সঙ্গে রেখেছি। ওঁর (Suvendu Adhikari) লক্ষ্য একটাই উনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভাগবত গীতা হাতে বলছি কোনও মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না।"

আরও পড়ুন- BJP: 'এই পরিবেশে দলের কোনও দায়িত্বে থাকছি না, অব্যাহতি নিলাম', BJP বিধায়কের পোস্টে তোলপাড়

এর আগে মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছিলেন আরও এক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্রাহ্মণ-পুরোহিতদের সঙ্গে একটি বৈঠকে গিয়েছিলেন তিনি। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়ে বলেছেন, "হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু? ও কি এত বড় নেতা হয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায়েরও ওপরে। আমরা যে যার ধর্ম পালন করব, কিন্তু রাস্তায় যখন নামব তখন আমাদের ধর্ম মানব ধর্ম।"

আরও পড়ুন- Arjun Singh: আবারও বড়সড় অস্বস্তিতে অর্জুন সিং, BJP নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Humayun Kabir Suvendu Adhikary Suvendu Adhikari bjp tmc CM Mamata banerjee news of west bengal news in west bengal Bengali News Today