পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সল্টলেকের ক্যাম্পাসে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে লাথি মারার অভিযোগ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বিরুদ্ধে। একটি সিসিটিভি ফুটেজ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
আবারও শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। সল্টলেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে মারধরের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে।
যদিও ঠিক কী কারণে এই ঘটনা তা জানা যায়নি। সিসিটিভি ফুটেছে দেখানো ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ফুটেজে যিনি লাথি মারছেন তিনিই ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- West Bengal News Live Updates: হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য মেডিকেল কাউন্সিলের, বড় স্বস্তিতে সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেন
এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "তৃণমূল কংগ্রেস নেতাদের সাহস ও অহঙ্কার যে সীমাহীন তা সকলের জানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলের অনাচার ও অহঙ্কারকে উন্মোচিত করে একটি ঘটনা সামনে এসেছে। সল্টলেকের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (WBUHS) সিসিটিভি ফুটেজে একটি লজ্জাজনক ঘটনা প্রকাশ পেয়েছে। প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর (প্রাক্তন আইপিএস), সহকারী রেজিস্ট্রার শ্রী প্রলয় চক্রবর্তীকে তার নিজের অফিসের ভেতরে লাথি মারছেন।"
আরও পড়ুন- Adhir Chowdhury: 'মুখ্যমন্ত্রী ঝোলেও আছেন, অম্বলেও আছেন', বেনজির কটাক্ষ অধীরের
শুভেন্দু আরও লিখেছেন, "ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি নির্লজ্জভাবে (জুতো পরে), ঘুষি মারছেন এবং একজন সরকারি কর্মকর্তাকে হয়রানি করছেন। হিংসা থেকে বাঁচতে প্রলয় চক্রবর্তীকে তার কর্মক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য করছেন। এই লজ্জাজনক ঘটনাটি সকলের সামনে ধরা পড়েছে, তবুও স্বাস্থ্য বিভাগ নীরব ও বধির।"
আরও পড়ুন- Mahua Moitra: একুশের প্রস্তুতি সভায় নির্বাচন কমিশনকে তুলোধনা, মারাত্মক আশঙ্কা মহুয়ার
অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে BJP। ভিডিও-টি বালুরঘাট কলেজের বলে দাবি করা হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও-য় দেখা যাচ্ছে বিয়ারের বোতল হাতে নিয়ে চটুল গানে চলছে উদ্দাম নাচ। যদিও সেই ভিডিওটির-ও সত্যতা যাচাই করে দেখেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।