/indian-express-bangla/media/media_files/2025/06/14/UQ3Tk5HYezpCWgIRNTdf.jpg)
Humayun Kabir: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
West Bengal Assembly Election 2026:দলের শীর্ষ নেতৃত্বের একের পর এক সতর্কবার্তাও যেন কোনও প্রভাব ফেলছে না হুমায়ুন কবীরের ওপর। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক এবার প্রকাশ্যে জানালেন, আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটে তিনি মুর্শিদাবাদের দুই আসন থেকে ভোটে লড়াই করতে পারেন।
শুধু তাই নয়, নিজের বক্তব্যে তিনি সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই ভোটের আগে থেকেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূলের শীর্ষ মহলে। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের একাংশের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরেই তলানিতে ঠেকেছে।
বহুবার প্রকাশ্যে দলের নেতাদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন তিনি, যা বেশ কয়েকবারই দলকে অস্বস্তিতে ফেলেছে। কলকাতায় ডেকে একাধিকবার সতর্ক করা হয়েছে হুমায়ুনকে। দল আগামী নির্বাচনে ভরতপুরে তাকে প্রার্থী করবে না—এমন জোরালো জল্পনাও ঘুরছে রাজনৈতিক মহলে।
কিন্তু এসবের পরও হুমায়ুন কবীর নিজের অবস্থানে অনড়। সম্প্রতি তিনি বলেন,“আমি কোন আসন থেকে প্রার্থী হব, সেটা সময় বলবে। তবে ভরতপুরে যদি দল আমাকে প্রার্থী করে, আমি দলের অনুগত সৈনিক হিসেবেই ভোটে লড়ব। এখনও ভরতপুরের কমিটি ঝুলে আছে। আমি গত ১৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে নিজের পছন্দের একটি প্যানেল জমা দিয়েছি। যদি সেই প্যানেল অনুযায়ী নেতৃত্ব ঘোষণা হয়, আমি ভরতপুর থেকেই লড়ব। তা না হলে মুর্শিদাবাদের দুটি আসন—রেজিনগর আর বেলডাঙা—থেকে লড়াই করব। দুটোতেই জিতে দেখাব, তারপর মুখ্যমন্ত্রীর কাছে যাব। জামাই আদরে তৃণমূলে ঢুকব।”
আরও পড়ুন-Dhanteras 2025: শুধু সোনা, রূপা, বাসনপত্র, ঝাড়ুই নয় এই 'জিনিসটি' ধনতেরাসে কিনলেই সোনায় সোহাগা
তবে তিনি তিনি কি নির্দল হিসেবে আগামী বিধানসভা ভোটে লড়বেন? সেই বিষয়টি অবশ্য স্পষ্ট করেননি দীর্ঘদিনের রাজনীতিবিদ হুমায়ুন কবীর।