নিজের বয়সের থেকে বড় স্ত্রী'কে পছন্দ হচ্ছিল না। তাই নিজে গুলি করে বাইরে থেকে দুষ্কৃতীদের গুলি ছোঁড়ার গল্প ফেদেও কাজ হল না। পুলিশী তদন্তে ধরা পড়ল স্বামী। নাকাশীপাড়া থানার কালিবাস এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহিলা দফাদার (৩৮)। ধৃত স্বামীর নাম হায়দর দফাদার। তার বিরুদ্ধে পুলিশের খাতায় খুন, ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের হায়দর দফাদার কয়েক বছর আগে তার ৩ বছরের বড় মহিলা দফাদারকে একপ্রকার ভয় দেখিয়ে বিয়ে করে। এর মধ্যে সে খুন ধর্ষণের অভিযোগে জেলে যায়। পুলিশের কাছে তার নামে খুন, ধর্ষণের ৬ টি অভিযোগ রয়েছে।
কিছু দিন ধরে হায়দরের সঙ্গে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। একইসঙ্গে তার আগের স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু হয়। গতকাল রাতে শ্বশুরবাড়িতে নিজেদের থাকা ঘর থেকে হায়দার স্ত্রী মহিলা দফাদারকে বের করে পাশের শালার ঘরে সামনে নিয়ে আসে।
আরও পড়ুন- West bengal News Live Updates:২১ জুলাই মিটতেই তৃণমূলের তারকা সাংসদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
সেখানেই তাকে গুলি করে খুন করে। তারপর নিজেই কাঁদতে কাঁদতে চিৎকার করে। রাতে বাড়ির লোকজন বেরিয়ে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মহিলা। সঙ্গে সঙ্গে তাকে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যায় হায়দর রাতে কাঁদার সময় তার হাতে বন্দুক ছিল। তাই স্ত্রীকে খুন নিয়ে হায়দর পুলিশের সামনে বাইরে থেকে দুষ্কৃতীদের গুলি ছোঁড়ার গল্প শোনালেও, প্রশ্নবানে কবুল করে সে খুন করেছে। বেশি রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন- Abhijit Gangopadhyay:ফের চর্চায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচিকে যারপরনাই কটাক্ষ
জানাগিয়েছে, কয়েক মাস আগে হায়দর জেল থেকে ছাড়া পাই। তারপর থেকে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ে। তার থেকে বয়সে বড় স্ত্রীকে এই মুহূর্তে পছন্দ হচ্ছিল না। তাই গতকাল রাতে সে তার স্ত্রীকে খুন করতে ছক কষেছিল। অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ বলেন, আমাদের কাছে খবর আসে ওই সময় হায়দরের হাতে বন্দুক ছিল। তাই ও গল্প নাটক করেছিল কিন্ত আমরা কথা বলতে ও খুনের বিষয়টি কবুল করে।
আরও পড়ুন- AI education: 'রাজ্যের শিক্ষা ব্যবস্থায় AI প্রযুক্তি ব্যবহারের সময় এসে গেছে', বললেন মুখ্যমন্ত্রী