husband has been accused of murdering his wife in Swarupnagar of North 24 Parganas: বিয়েতে পন হিসেবে বুলেট মোটরবাইক না পেয়ে এবার স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় কাঠগড়ায় মেয়েটির শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও। উত্তর ২৪ পরগনা স্বরূপনগরের এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে হাসনাবাদের বরুনহাটের রামেশ্বরপুর পঞ্চায়েত এলাকার কালুতলা গ্রামের তুহিনা পারভিনের সঙ্গে বিয়ে হয় স্বরূপনগরের বাসিন্দা সাব্বির আহমেদ মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যেই নানা বিষয়কে কেন্দ্র করে অশান্তি চলতো। পনের জন্য পারভিনকে মাঝেমধ্যেই চাপ দিতে থাকত সাব্বির। মেয়ের মুখের দিকে তাকিয়ে সাব্বিরের নানা দাবি-দাওয়া পূরণ করতে হতো পারভিনের বাপের বাড়ির লোকজনকে।
অভিযোগ, সম্প্রতি একটি বুলেট মোটর বাইক দাবি করেছিল ওই যুবক। স্বামীর দাবি মেটাতে মেয়েটি তাঁর বাপের বাড়ির সদস্যদের কাছে গিয়ে সেকথা বলেন। তবে মোটা টাকা দিয়ে বুলেট মোটরবাইক কেনা তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দেয় পারভিনের বাবা ও বাপের বাড়ির অন্য সদস্যরা।
আরও পড়ুন- West Bengal News Live: রেকর্ড লগ্নির খোঁজে বাংলা, শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, শহরে আম্বানি-সহ তাবড় শিল্পপতিরা
অভিযোগ, বুলেট মোটরবাইক না পেয়ে পারভিনের উপর নিদারুণ অত্যাচার নামিয়ে আনে তাঁর স্বামী। শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও মেয়েটির উপর অকথ্য অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার শ্বশুরবাড়ি বাড়ি থেকে পারভিন নামে ওই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন- Shatrughan Sinha: 'গরুর মাংসের সঙ্গেই দেশে সব আমিষ পদ নিষিদ্ধ হোক', দাবি তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার
মৃতের বাপের বাড়ির লোকজনের দাবি, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। পারভিনের বাবা অভিযোগ, তাঁর মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন পারভিনের পরিবার। পারভিনের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তাঁদের দাবি। লিখিত অভিযোগের পরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- Gaighata News: স্বামীর গাড়িচালকের সঙ্গে চুটিয়ে প্রেম, একরত্তি মেয়ে ছেড়ে প্রেমিককে বিয়ের দাবিতে ধর্না গৃহবধূর