Advertisment

Chanchal Incident: প্রাতঃভ্রমণে বেরিয়ে এ কী কাণ্ড! তিন পরিবারে এল চরম দুঃসংবাদ

Malda News-Chanchal Incident: সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদে পুলিশি নজরদারির নিষ্ক্রিয়তার অভিযোগে সোচ্চার হন।

author-image
Madhumita Dey
আপডেট করা হয়েছে
New Update
Malda Chanchal Road Accident: মালদার চাঁচোলে পথ দুর্ঘটনা

Road Accident: মালদার চাঁচোলে পথ দুর্ঘটনা।

Chanchal Incident: জাতীয় সড়কের ধারে প্রাতঃভ্রমণ করার সময় বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন প্রৌঢ়ের। জখম গাড়ির চালকও। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার ভোরে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে চাঁচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়ারোড এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে বিক্ষোভ দেখান। দুর্ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Advertisment

মৃত ও আহতদের উদ্ধারের পর প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও পরে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনের নাম ফেকন লাল রাম (৬১), সুরেশ খৈতান (৬০) এবং দিলীপ সাহা (৫৫)। এদের তিনজনেরই বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাট্টা এলাকায়। আহত গাড়িচালকের নাম হেলাল শেখ (৩২)। তার বাড়ি চাঁচোলর স্বরূপগঞ্জে।

পুলিশ জানিয়েছে, এদিন ভোরে বাড়ি থেকে সামান্য দূরে তুলসিহাটা এলাকার পাঁচজন প্রবীণ ব্যক্তি কাবুয়ারোড এলাকার কালী মন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে প্রাতঃভ্রমণ এবং শরীরচর্চা করছিলেন। সেই সময়ই চাঁচোল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে আসার সময়ই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়াভাবে এসে সরাসরি তিনজনকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে রাস্তায় ছিটকে পড়ে ওই তিনজন প্রবীণ ব্যক্তির মাথায় চোট পান। তড়িঘড়ি তাঁদের স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- BJP Leader Murder: নিখোঁজ BJP নেতার দেহ উদ্ধার দলের কার্যালয় থেকেই, মারাত্মক অভিযোগ সুকান্তর

আরও পড়ুন- Canning Incident: মহিলাকে ধর্ষণ করে 'খুন', ডাক্তারের চেম্বারে গিয়ে মৃতের সঙ্গী কী করল জানেন?

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো এদিন সকালে তুলসিহাটার ৫ জন ব্যক্তি প্রাতঃভ্রমণ বেরিয়েছিলেন কাবুয়ারোড এলাকায়। সেখানে কালীমন্দিরের পাশে ওই তিন প্রৌঢ় শরীরচর্চা করছিলেন। হঠাৎ দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। জাতীয় সড়কে অনেক যানবাহন দ্রুত গতিতে চলে, যার জেরেই দুর্ঘটনা বাড়ছে।  চাঁচোলের SDPO সোমনাথ সাহা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত গাড়ি চালক চিকিৎসাধীন। ওই পিকআপ ভ্যানটি আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গাড়িমালিকের খোঁজ চালানো হচ্ছে। 

আরও পড়ুন- Jagadhatri Puja 2024: প্রায় ১০০ ভরি সোনায় সাজ দেবীর! তাকলাগানো মণ্ডপসজ্জা, চন্দননগরের এই পুজো না দেখলে পস্তাবেন!

Maldah Malda Road Accident
Advertisment