Advertisment

Indian Railways-AI: যুগান্তকারী প্রয়াস রেলের হাওড়া ডিভিশনের, বন্দে ভারতে AI, শুরুতেই অভাবনীয় সাফল্য!

Vande Bharat-AI: নজিরবিহীন তৎপরতা পূর্বরেলের হাওড়া ডিভিশনের। ইতিমধ্যেই পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগে অভূতপূর্ব সাফল্য এসেছে। যা নিয়ে রেলকর্তারাও বেশ আশাবাদী।

author-image
Joyprakash Das
New Update
enjoy vande bharat comfort with budget fares on howrah bhagalpur and howrah gaya routes,বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া ভাগলপুর, হাওড়া গয়া,

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস।

Indian Railways: এককথায় এই তৎপরতা বেনজির। ট্রেন পরিচালনার আধুনিকীকরণের দিকে আরও এক ধাপ। রেলের হাওড়া ডিভিশন এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং মেশিন লার্নিং (ML) দ্বারা যুগান্তকারী এক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা প্রয়োগ করেছে। হাওড়ার ঝিল সাইডিং কোচিং ডিপোতে তৈরি এই উদ্ভাবনী সফ্টওয়্যারটি বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য ত্রুটিগুলি শানাক্ত করতে এবং বাধাগুলি প্রতিরোধ করতে সহায়তা করবে। সেই সঙ্গে রিয়েল-টাইম রিমোট মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ লোকোমোটিভস অ্যান্ড ট্রেন (REMMLOT) ডেটারও বিশ্লেষণ করবে এই সফটওয়্যার। AI-চালিত অন্তর্দৃষ্টি সহ, সিস্টেমটি সময়মত ত্রুটি সনাক্তকরণ, লক্ষ্যযুক্ত মেরামত এবং মসৃণ ট্রেন পরিচলানার দিকটি সুনিশ্চিত করবে। 

Advertisment

রেলেরে তরফে দেওয়া বিবৃতি: 

এই সিস্টেমটি বন্দে ভারত এক্সপ্রেসের একাধিক অপারেশনাল মোড নিরীক্ষণ করতে সক্ষম। দ্রুত ত্রুটিগুলি শানাক্ত করতে এবং সংশোধনমূলক পদক্ষেপের জন্য রক্ষণাবেক্ষণ দলকে সতর্ক করতেও সহায়তা করবে এই প্রযুক্তি। বিশেষ ব্যবস্থায় রেলের রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা ক্রমাগত সচেতন থাকবেন। রেলের ত্রুটিগুলির উপর দ্রুত তাঁরা পদক্ষেপ করবেন। এক কথায় গুরুতর ত্রুটিগুলির কার্যকর সমাধানের পরামর্শ দেওয়ার ক্ষমতা কেয়ক গুণে বাড়িয়ে দেবে এই প্রযুক্তি।

ভবিষ্যদ্বাণীমূলক রক্ষণাবেক্ষণ এই সফটওয়্যারটি ইতিমধ্যে স্ট্যাটিক ইনভার্টার (STV), লুজ কানেকশন, লো টেনশন কন্ট্রোল (LTC) মডিউল, রিলে এবং ত্রুটিপূর্ণ গতির সেন্সর সহ ২২টি ত্রুটিগুলি সমাধান করে এর কার্যকারিতা দেখিয়েছে। এই প্রাথমিক কাজগুলির মাধ্যমে নিরবচ্ছিন্ন ট্রেন পরিষেবা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে বিশেষ এই সফটওয়্যার। এই সিস্টেমে ক্রমেই আরও ডেটা দেওয়া হবে, তাই এর ত্রুটি শনাক্তকরণ ক্ষমতাও আরও উন্নত হতে থাকবে।

আরও পড়ুন- Bhai Phota 2024: অনবদ্য ভাইফোঁটা! ভ্রাতৃদ্বিতীয়ায় সুন্দরবনের এই মহিলারা কার দীর্ঘায়ু কামনা করলেন জানেন?

আরও পড়ুন- Domkol News: চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে ঘরে ডাকে দাদু, তারপর যা ঘটল...

আরও পড়ুন- Crime News: দিদি ডাকতেই সব ফেলে ছুটে গিয়েছিল ভাই, ফোঁটা নেওয়ার আগেই মর্মান্তিক মৃত্যু যুবকের!

সময়ের সাথে সাব-অ্যাসেম্বলি কর্মক্ষমতা নিরীক্ষণের জন্য তাপমাত্রার প্রোফাইলিং, অপ্টিমাইজ করা রক্ষণাবেক্ষণের সময়সূচীও নিশ্চিত করবে এই সিস্টেমটি। AI এবং MLকে একসূত্রে বেঁধে পূর্বরেলের হাওড়া ডিভিশন শুধু ত্রুটিগুলিই রোধ করছে না বরং ভবিষ্যতবাণীমূলক রক্ষণাবেক্ষণের ভবিষ্যতকেও তৈরি করছে।

Indian Railways AI Vande Bharat Express Howrah Division Vande Bharat
Advertisment