/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/hot-weather-feature.jpg)
আরও জোরালো ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বেলা গড়ালেই কাঁপানো দুর্যোগ, কোন কোন জেলায়?
Ajker Weather Update: ঝড়-বৃষ্টির জেরে জ্বালাপোড়া গরমের হাত থেকে নিস্তার মিলেছে রাজ্যবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই পরিস্থিতি আরও দিন কয়েক থাকবে। আজও একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অপারেশন সিন্দুরের পর ফের 'ধুঁয়াধার অ্যাকশন', বাংলা থেকে গ্রেফতার দুই ইরানি, বিরাট নাশকতার ভয়ঙ্কর মাস্টারপ্ল্যান?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৫০-৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। IMD জানিয়েছে, ২১ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জারি হয়েছে 'হলুদ সতর্কতা' (Yellow Alert)।
পর্যটনে নয়া ইতিহাস!দেশের প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু এই রাজ্যে...
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আরও তিন চার-পাঁচেক দফায় দফায় ঝড় বৃষ্টির পালা চলবে। আজ সপ্তাহের প্রথম দিনেও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এই ঝড়-বৃষ্টি জেরে আজ সোমবারেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা আরও নামতে পারে। অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মিলতে পারে মুক্তি।
মিঠুন চক্রবর্তীর বাড়িতেও বুলডোজার? পুরসভার নোটিস ঘিরে তুমুল চাঞ্চল্য, হতে পারে জেল-জরিমানাও!
কলকাতার ওয়েদার আপডেট
বৃষ্টির জেরে তিলোত্তমা মহানগরীর তাপমাত্রাও আগের চেয়ে কমেছে। আজও কলকাতা শহরে হালকা বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা শহরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙ-এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই পর্বে আরও আগামী দিন চার-পাঁচেক এই ঝড় বৃষ্টির পালা চলতে পারে।