/indian-express-bangla/media/media_files/2024/10/20/pVOGIg7ofu8MgfXRoTJz.jpg)
এলাকাবাসীদের পথ অবরোধ। ছবি-গৌতম মণ্ডল।
Abduction of a young girl: তরুণীকে অপহরণের অভিযোগ তুলে রাস্তা অবরোধ শুরু করে দেন এলাকাবাসী। যতক্ষণ তরুণীকে উদ্ধার করা না হবে অবরোধ উঠবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর চাঁদা পানচিতা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও তুমুল বাকবিতণ্ডা হয় অবরোধকারীদের। শেষমেশ দুরন্ত অভিযানে নামে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গাড়িতে করে এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার চাঁদা পানচিতা এলাকায়। অভিযোগ, একটি বাচ্চাকে দিয়ে ওই তরুণীকে ডেকে পাঠানো হয়। গাড়িতে চেপে এসেছিল কয়েকজন যুবক। তরুণী তাঁর বাড়ির সামনে রাস্তায় বেরিয়ে এলে হাত-মুখ চেপে ধরে একটি গাড়িতে করে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন যুবক।
এমনটাই অভিযোগ তরুণীর পরিবার এবং প্রতিবেশীদের। পরিবারের দাবি, অপহরণের সময় তরুণী চিৎকার শুরু করে দেয়। তরুণীর চিৎকার শুনে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অপহরণকারীদের গাড়ির পিছনে ধাওয়া করে। তবে ততক্ষণে দুষ্কৃতীরা পগার পাড়। এদিকে তরুণীকে উদ্ধারের দাবিতে এরপর রাতেই বনগাঁ-বাগদা রোডের চাঁদা বাজার এলাকায় অবরোধ-বিক্ষোভ শুরু হয়। তরুণীর পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা বিক্ষোভে সামিল হন।
আরও পড়ুন- Travel: সপ্তাহান্তে ছুটি কাটানোর ফাটাফাটি জায়গা! কলকাতার নাকের ডগায় সবুজে ঘেরা এই প্রান্ত
তরুণীকে পুলিশ উদ্ধার করে না আনা অবদি অবরোধ চলবে বলে জানানো হয়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অবরোধকারীদের। তবে ঘন্টাখানেক অবরোধ চলার পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুল নেওয়া হয়। তরুণীর মা জানিয়েছেন, তাঁদের মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তরুণীকে উদ্ধার করেছে।