Advertisment

West Bengal Weather:নতুন বছরের শুরুতেই ঠান্ডার ঝোড়ো ব্যাটিং! কনকনে শীতেই বৃষ্টির পূর্বাভাস কোথায়?

West Bengal Weather Update 3 January 2025: নতুন বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে শীতের দাপট বেড়েছে। কনকনে ঠান্ডা শহর থেকে জেলায়।

author-image
Nilotpal Sil
New Update
west bengal weather update, chances of light rain in several district: আবহাওয়ার পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Weather Update: কনকনে শীত জেলাগুলিতেও। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

West Bengal Weather Update 3 January 2025: কনকনে ঠান্ডা গোটা রাজ্যে। চলতি শীতের মরশুমে এই প্রথম জাঁকিয়ে শীত উপভোগ করছে গোটা বাংলা। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও নামবে? এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের সব জেলায় ঠান্ডার জোরালো দাপট। কনকনে শীতে জবুথবু দশা দক্ষিণবঙ্গের সর্বত্র। মরশুমে এই প্রথম জমাটি ঠান্ডার স্বাদ পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন তিনেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে দিন তিনেক পর থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ এই পর্বে আরও দিন তিনেক হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তারপর সামান্য তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

ঠান্ডার জোরালো দাপট রয়েছে শহর কলকাতাতেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে। আগামী দিন তিনেক কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে হাওয়া অফিস।

আরও পড়ুন- Malda News: মালদায় নিহত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ফিরহাদ, দুষ্কৃতীদের কড়া শাস্তির আশ্বাস মন্ত্রীর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

জাঁকিয়ে শীতের অনুভূতি গোটা উত্তরবঙ্গ জুড়ে। আগামী দিন তিনেক উত্তরবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকবে। তবে তিন চার দিন পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা একটু বাড়তে পারে।

আরও পড়ুন- Mamata Banerjee: প্রাথমিকে সেমিস্টার নয়, পর্ষদের সিদ্ধান্ত বাতিল ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধমক শিক্ষামন্ত্রীকে

তবে আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওই দিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও।

আরও পড়ুন- West Bengal News Highlights: বঙ্গবন্ধু মুজিব নন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকারীর নাম বদলে দিল ইউনূস সরকার

Kolkata Weather weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office
Advertisment