BSNL: অভাবনীয় সাফল্য BSNL-এর! কলকাতায় নয়া রেকর্ড, নজরকাড়া প্ল্যানে লাফিয়ে বাড়ছে গ্রাহক

BSNL: Jio, এয়ারটেল, ভোডাফোনের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। তারপর থেকেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর প্রতি নতুন করে আগ্রহ বাড়তে শুরু করেছিল।

BSNL: Jio, এয়ারটেল, ভোডাফোনের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। তারপর থেকেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর প্রতি নতুন করে আগ্রহ বাড়তে শুরু করেছিল।

author-image
Joyprakash Das
New Update
BSNL cheapest Annual Recharge Plan

BSNL: প্রতীকী ছবি।

In the last one year 255000 new customers have joined BSNL in Kolkata: শুরুটা হয়েছিল বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ায়। ধীরে ধীরে একেবারে সাধারণ মানুষজন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর প্রতি নতুন করে আগ্রহ দেখাচ্ছিলেন। গত এক বছরে পশ্চিমবঙ্গের শহর থেকে শুরু করে মফস্বল এমনকী জেলাগুলিতেও বহুগুণে বেড়েছে বিএসএনএলের গ্রাহক।

Advertisment

টেলিকম পরিষেবায় রীতিমতো বদলের হাওয়া। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর জমি পোক্ত হতে শুরু করেছে বাংলার বুকে। অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলির চেয়ে এদের রিচার্জ প্ল্যানের দাম বেশ খানিকটা নাগালে। সেই কারণেই গত এক বছরে শুধুমাত্র কলকাতা শহরেই ২ লক্ষ ৫৫ হাজার নতুন গ্রাহক বিএসএনএলের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বিপুল সংখ্যক গ্রাহক রোজ বিএসএনএল-এর সংযোগ নিচ্ছেন এবং বিএসএনএল-এর নানা প্ল্যান সম্পর্কে গুগলেও সার্চ  করছেন।

৪-জি সম্প্রসারণ থেকে শুরু করে নতুন টাওয়ার লাগানো এবং নতুন নতুন বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্লানের জেরে বিএসএনএল ধীরে ধীরে জেলাগুলির পাশাপাশি শহর কলকাতাতেও মোবাইল ব্যবহারকারীদের মধ্যে এক বিশ্বাসযোগ্য এবং সাশ্রয়ী বিকল্প মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict:সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের দলে তৃণমূল কাউন্সিলর কুহেলি, পরবর্তী ভাবনাও স্পষ্ট করলেন

Advertisment

সরকারি টেলিকম সংস্থা BSNL এখন নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণে নানাবিধ পদক্ষেপ করছে। জেলার পাশাপাশি শহরাঞ্চলে নতুন নতুন টাওয়ার বসিয়ে আরও উন্নততর প্রযুক্তির ব্যবহারে পরিষেবা মসৃণ করার লক্ষ্যে এগিয়ে চলেছে সরকারি এই সংস্থা। বিএসএনএল-এর বেশ কয়েকটি নজরকাড়া প্ল্যান ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

আরও পড়ুন- West Bengal News Live:তাবড় রাজ্যকে টেক্কা! 'সেরার সেরা' বাংলা, বিদ্যুৎ উৎপাদনে শীর্ষে রাজ্যের দুই তাপবিদ্যুৎ কেন্দ্র

তবে এখনও রাজ্যের বেশ কিছু জায়গায় নেটওয়ার্ক নিয়ে বিএসএনএল-এর সমস্যা রয়ে গিয়েছে। সংস্থার কর্তাদের দাবি, দ্রুত সেই সমস্যাও কেটে যাবে। বিশেষজ্ঞ মহল বলছে, সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল তাদের পরিষেবা আরও উন্নত করলে বেসরকারি একাধিক টেলিকম সংস্থাকে রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারবে।

Bengali News Today news in west bengal news of west bengal kolkata bsnl BSNL JiO bsnl plan BSNL recharge plan Check BSNL Network