/indian-express-bangla/media/media_files/2025/08/15/netaji-2025-08-15-11-13-15.jpg)
Independence Day 2025: নেতাজির পৈতৃক বাড়িতে স্বাধীনতা দিবস উদজাপন।
Independence Day 2025-Netaji Subhas Chandra Bose:স্বাধীনতা দিবসে বিশেষ আবহ তৈরি হল নেতাজী সুভাসচন্দ্র বসুর সুভাসগ্রামের কোদালিয়ার বাড়িতে। প্রতিবছরের মতো এ বছরও দেশের তেরঙ্গা উড়ল এই ঐতিহাসিক ঠিকানায়। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস।
প্রতিবছরের মতো এদিন নেতাজীর পৈতৃক বাড়ি সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। দেশের ইতিহাসের অমূল্য সাক্ষী এই বাড়ি দেখতে সকাল থেকেই ভিড় জমায় দর্শনার্থীরা। তাঁরা ঘুরে দেখেন নেতাজীর ব্যক্তিগত কক্ষ, ব্যবহৃত আসবাবপত্র ও ঐতিহাসিক দলিলপত্র।
দেশপ্রেমের আবেগে ভরপুর এই অনুষ্ঠান শুধু একটি স্মারক উদযাপন নয়, বরং স্বাধীনতার ইতিহাস ও নেতাজীর অসামান্য অবদানের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।
আরও পড়ুন- Road Accident: স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, আহত বহু, আর্তনাদ-হাহাকার হাসপাতালে!
আজ গোটা দেশজুড়ে পূর্ণ মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেরঙা পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদ ইস্যুতে আরও একবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসে ফের একবার মোদীর মুখে সিন্ধু জল-চুক্তি প্রসঙ্গ উঠে এসেছে। প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন, 'রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না'।
আরও পড়ুন- Independence Day 2025:জন্মভূমিতেই অবহেলিত আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু
অন্যদিকে কলকাতার রেড রোডে আজ জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ণাঢ্য কুচকাওয়াজে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে।