Narendra Modi: 'বিশ্ব শুধু ভারতের তাকিয়েই নেই, আস্থাও রাখছে', কাকে বিঁধে এমন ঝাঁঝালো বার্তা প্রধানমন্ত্রী মোদীর?

Narendra Modi: "আজ বিশ্ব শুধু ভারতের দিকে তাকিয়ে নেই, বরং ভারতের উপর আস্থাও রাখছে।” টোকিও সফরে জাপানি বিনিয়োগকারীদের সামনে ভারতকে 'নতুন' করে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi: "আজ বিশ্ব শুধু ভারতের দিকে তাকিয়ে নেই, বরং ভারতের উপর আস্থাও রাখছে।” টোকিও সফরে জাপানি বিনিয়োগকারীদের সামনে ভারতকে 'নতুন' করে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

জাপান সফরে প্রধানমন্ত্রী

Narendra Modi: "আজ বিশ্ব শুধু ভারতের দিকে তাকিয়ে নেই, বরং ভারতের উপর আস্থাও রাখছে।” টোকিও সফরে জাপানি বিনিয়োগকারীদের সামনে ভারতকে 'নতুন' করে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শুক্রবার টোকিওয় আয়োজিত ইন্ডিয়া-জাপান ইকোনমিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ‘‘বিশ্ব শুধু ভারতকে দেখছে না, আজ ভারতকে ভরসা করছে।’’ দুই দিনের সফরে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং দুদেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি করাই মূল লক্ষ্য।  

Advertisment

আরও পড়ুন- মেট্রোর পৌষমাষ! বাস-ট্যাক্সির সর্বনাশ, উধাও চেনা ভিড়, যাত্রীর খোঁজে হাপিত্যেশ

প্রধানমন্ত্রী মোদী বলেন, জাপান সবসময় ভারতের বিকাশ যাত্রার অন্যতম সঙ্গী। এবার উৎপাদন, প্রযুক্তি, উদ্ভাবন, গ্রিন এনার্জি ও দক্ষতা উন্নয়নে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার উপস্থিতিতে তিনি বার্তা দেন, “অটোমোবাইল শিল্পে যেমন সাফল্য এসেছে, এবার ব্যাটারি, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, শিপবিল্ডিং ও পারমাণবিক শক্তিক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরও বৃদ্ধি করতে পারে।”

Advertisment

মোদী আরও জানান, “জাপান প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে। আর ভারত প্রতিভার দিক থেকে শীর্ষে। এই দুই শক্তির মিলনেই ২১ শতকের প্রযুক্তি বিপ্লব সম্ভব।” তিনি উল্লেখ করেন, ভারত ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেক ও মহাকাশ গবেষণায় সাহসী পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন-শতাব্দীপ্রাচীন পুরসভার অচলাবস্থা কাটছেই না! শিকেয় নাগরিক পরিষেবা, কাউন্সিলরদের কলকাতায় ডাক তৃণমূলের শীর্ষনেতৃত্বের

প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনে ভারত রাজনৈতিকভাবে স্থিতিশীল, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । ‘‘ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি এবং খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে।’’ তাঁর দাবি, ভারত বিশ্ব অর্থনৈতিক ১৮ শতাংশ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। 

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, “জাপানের দক্ষতা ও ভারতের ব্যাপ্তি মিলে একটি নিখুঁত অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব।” দুই দেশের নেতারাই একমত যে, এই সহযোগিতা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন- আরজি কর কাণ্ডে বিরাট অ্যাকশনে CBI ! দুপুরে কলকাতায় দাপুটে শাসক বিধায়কের বাড়িতে হানা

Japan modi