NIRF 2025:বাংলার মুকুটে জুড়ল 'সোনার পালক'! মোদী সরকারের বিচারে মিলল অনন্য সম্মান! আপ্লুত মুখ্যমন্ত্রী

State public universities category: ফের রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পেল ভারতশ্রেষ্ঠ হওয়ার নজিরবিহীন স্বীকৃতি।

State public universities category: ফের রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পেল ভারতশ্রেষ্ঠ হওয়ার নজিরবিহীন স্বীকৃতি।

author-image
IE Bangla Web Desk
New Update
NIRF 2025 State Public University ranking  ,Jadavpur University tops state public universities  ,State public universities category NIRF 2025,  Jadavpur University rank 1 in NIRF 2025  ,NIRF 2025 State Public Univ Jadavpur,NIRF 2025, Mamata Banerjee,রাষ্ট্র-জনিত বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং,  যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম,  রাজ্য পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান,  NIRF 2025 যাদবপুর ইউ  ,রাজ্য বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ২০২৫, মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

NIRF 2025:আবারও রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পেল শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। উচ্চশিক্ষায় নজিরবিহীন সাফল্যের জন্য চলতি বছরে গোটা দেশের মধ্যে প্রথম রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যাদবপুর। শিক্ষা মন্ত্রকের এই ঘোষণায় আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আবারও নজিরবিহীন সম্মান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। শিক্ষা মন্ত্রকের বিচারে দেশের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলির মধ্যে এই বছর স্টেট পাবলিক ইউনিভার্সিটি বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। সব বিভাগের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান এবার নবম।

আরও পড়ুন- Calcutta High Court:SSC-এর নয়া নিয়োগ পরীক্ষায় বসার আবেদন 'দাগি' শিক্ষকদের, আবেদনে কান পাতল হাইকোর্ট?

Advertisment

শিক্ষা মন্ত্রকের এই বিচারে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "শিক্ষাক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃতি পেল জেনে আনন্দিত! ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় আজ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং ঘোষণা করেছে, যার নাম ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২৫ (এনআইআরএফ)।"

আরও পড়ুন-Mamata Banerjee :বেনজির বিশৃঙ্খলা বিধানসভায়! সাসপেন্ড BJP-র শঙ্কর ঘোষ, 'চুরি, ডাকাতিতে বেঁচে আছেন', তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, "এই বছর, স্টেট পাবলিক ইউনিভার্সিটি বিভাগে, যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে প্রথম এবং দেশের সকল বিভাগের বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থানে রয়েছে। এটিই একমাত্র স্টেট বিশ্ববিদ্যালয় যা বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। আমাদের গর্বিত করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মচারীদের আমার অভিনন্দন!"

আরও পড়ুন-Burdwan University: শীর্ষ মাওবাদী নেতার 'বিরাট' কৃতিত্বে পাশে বর্ধমান বিশ্ববিদ্যালয়, দুরন্ত উদ্যোগের প্রশংসা সর্বত্র

Bengali News Today Jadavpur University CM Mamata banerjee