Calcutta High Court:SSC-এর নয়া নিয়োগ পরীক্ষায় বসার আবেদন 'দাগি' শিক্ষকদের, আবেদনে কান পাতল হাইকোর্ট?

tainted teachers-SSC: স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিলেন অযোগ্য শিক্ষকদের একাংশ।

tainted teachers-SSC: স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিলেন অযোগ্য শিক্ষকদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
100 days work, Supreme Court, Calcutta High Court, West Bengal government, central government, pending dues, MGNREGA, Mamata Banerjee, Bengal politics, court hearing, legal battle, Supreme Court verdict, state vs centre dispute, West Bengal news, development scheme,১০০ দিনের কাজ, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, মামলার শুনানি, বকেয়া টাকা, এমজিএনরেগা, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সংবাদ, রাজনীতি, আদালতের রায়, কেন্দ্র-রাজ্য বিবাদ, খবর, Bengal news, MGNREGA West Bengal

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

আবারও কলকাতা হাইকোর্টে অযোগ্য শিক্ষকদের দায়ের করা মামলা বাতিল হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য শিক্ষকরা যাতে বসার সুযোগ পায় সেই নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। প্রথমে সিঙ্গল বেঞ্চ অযোগ্য শিক্ষকদের আবেদন খারিজ করে দেয়। তারপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন দাগি শিক্ষকরা। আজ সেই মামলার শুনানিতেই মুখ পুড়ল তাঁদের। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ।

Advertisment

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, "এত লক্ষ আবেদনকারীর মধ্যে কে যোগ্য আর কে যোগ্য নয় তা বাছাই করা যায়নি। তাই দিতে হয়েছে, ওটা ভুল হয়ে গিয়েছে।" কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সওয়াল শুনে বিচারপতি বলেন, "আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল কী করে করলেন? এরপরও তাঁদের চাকরি থাকে কী করে?"

আরও পড়ুন- Mahua Moitra:ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! নালিশ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

Advertisment

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর সেই পরীক্ষা হবে। শীর্ষ আদালত তার নির্দেশে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই নতুন নিয়োগ পরীক্ষায় একজন দাগি শিক্ষককেও বসতে দেওয়া যাবে না। 

আরও পড়ুন-Mamata Banerjee :বেনজির বিশৃঙ্খলা বিধানসভায়! সাসপেন্ড BJP-র শঙ্কর ঘোষ, 'চুরি, ডাকাতিতে বেঁচে আছেন', তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নতুন নিয়োগ পরীক্ষায় একজন অযোগ্য শিক্ষকও যদি বসেন তবে তার 'ফল' ভুগতে হবে রাজ্যকে, রীতিমতো কড়া বার্তা দিয়ে একথা স্পষ্ট করেছে সর্বোচ্চ আদালত। 

আরও পড়ুন-Burdwan University: শীর্ষ মাওবাদী নেতার 'বিরাট' কৃতিত্বে পাশে বর্ধমান বিশ্ববিদ্যালয়, দুরন্ত উদ্যোগের প্রশংসা সর্বত্র

তবে এরপরেও অযোগ্য ৩৫০ জন শিক্ষক নতুন নিয়োগ পরীক্ষায় বসতে আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আগে সিঙ্গেল বেঞ্চে তাদের সেই আবেদন নাকচ হয়ে যায়। এরপর ডিভিশন বেঞ্চ তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে।

Calcutta High Court SSC recruitment SSC