Split AC Deals: ভারতে বর্ষার সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে ঘামের কষ্ট ও আর্দ্রতা। এই সময় একটা ভালো Split AC যদি কম দামে পেয়ে যান, তাহলে সেটাই হতে পারে আপনার সেরা বাছাই । Amazon Prime Day Sale 2025 শুরু হয়েছে ১২ই জুলাই থেকে এবং চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই সেলে পাওয়া যাচ্ছে ৫৫% পর্যন্ত ডিসকাউন্ট এবং ব্যাংক অফারে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ছাড়।
চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে Amazon-এ সেরা ৫টি Split AC মডেল কোনগুলো এবং কোন ব্র্যান্ডের কোন ফিচার আপনার ঘরের জন্য একদম ঠিক।
আরও পড়ুন- মাত্র ১০ মিনিটে ৮৫ কোটি টাকায় বিক্রি হল বিশ্বের প্রথম হার্মিস বার্কিন ব্যাগ! হুলুস্থুল কাণ্ড নিলামে
১. LG 1.5 Ton 5 Star DUAL Inverter Split AC (Model: US-Q19YNZE)- এই এসির দামে ডিসকাউন্ট পাওয়া যাবে ৪৮%। মূল ফিচারসে থাকছে Dual Inverter Compressor, Anti-virus protection, AI Mode, VIRAAT Mode, 100% Copper Tube, Ocean Black Protection, Annual Energy Use: 744.75 kWh। শক্তি সাশ্রয়ী, কম শব্দে চলে (মাত্র ৩১ dB), মাঝারি আকারের ঘরের জন্য একদম পারফেক্ট।
আরও পড়ুন- এইডসের আর্থিক সাহায্য বন্ধ হলে ২০২৯ সালের মধ্যে মৃত্যু হতে পারে ৪০ লক্ষ মানুষের! চরম সংকটে ভারত
২. Haier 1.5 Ton 3 Star Twin Inverter Split AC (Model: HSU17V-TMS3BN-INV)- এই এসির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ৫১% ডিসকাউন্ট। মূল ফিচারসে রয়েছে 7-in-1 কুলিং অপশন (৪০% থেকে ১১০% পর্যন্ত), Frost Self Clean, Super Anti-Corrosion, Operates till 54°C। এই দামে এত কাস্টমাইজড কুলিং ও ফ্রস্ট ক্লিনিং– এককথায় সুপার ভ্যালু।
আরও পড়ুন- উপবাস না করেও উপবাসের সুফল পেতে চান? ফলো করুন এই ডায়েট
৩. Daikin 1.5 Ton 3 Star Inverter Split AC (Model: MTKL50U)- এই এসিতে পাওয়া যাচ্ছে ৩৭% ডিসকাউন্ট। মূল ফিচারসে থাকছে Dew Clean Technology, Triple Display, PM2.5 ফিল্টার, Stabilizer-Free Operation, Annual Use: 966.47 kWh। এই এসি জাপানিজ ব্র্যান্ড, ভরসাযোগ্য কুলিং পারফরম্যান্স, হাইজিন বজায় রাখতে সেরা।
আরও পড়ুন- মশার কামড়ে চরম সমস্যায়? কলার খোসাতেই পান আরাম, দাবি বিশেষজ্ঞদের
৪. Carrier 1.5 Ton 3 Star Smart Flexicool Inverter AC (Model: CAI18EE3R35W0)- এই এসিতে পাওয়া যাচ্ছে ৪৮% ডিসকাউন্ট। মূল ফিচারসে থাকছে Flexicool 6-in-1 কনভার্টেবল, 580 CFM Air Flow, Wi-Fi Smart Control, Blue Fin Anti-Corrosion Coating। স্মার্ট হোমের সঙ্গে কানেক্ট করা যাবে। কুলিং-এ ও এনার্জি সেভিং-এ টপ গেম এই এসি।
৫. Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC (Model: GLS18I3FWAGC)- এই এসিতে পাওয়া যায় ৪৬% ডিসকাউন্ট। মূল ফিচারসে রয়েছে 5-in-1 কনভার্টিবিলিটি, Turbo Cool with 7m Air Throw, Clean Filter Indication, Alexa & Google সহ চালানো যায়। স্মার্ট কন্ট্রোল, টার্বো কুলিং এবং কম আওয়াজ– বেস্ট বেট ফর কমফর্ট।
ICICI এবং SBI কার্ডে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (৬,২৫০ টাকা পর্যন্ত) পাওয়া যাচ্ছে। Amazon Pay ICICI কার্ডে অতিরিক্ত ৫% ডিসকাউন্ট ও ৫% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। No Cost EMI এবং এক্সচেঞ্জ বোনাসও রয়েছে অনেক মডেলে।যদি আপনি এই বর্ষায় একটি ইনভার্টার Split AC কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখনই সেরা সময়। Amazon Prime Day 2025-এ যেসব অফার চলছে তা শুধু অল্প দিনের জন্য। তাই দেরি না করে আপনার ঘরের জন্য সঠিক মডেলটি বেছে নিয়ে আজই অর্ডার করুন।