Kolkata Weather Update: বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, প্রবল ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা কোন কোন জেলায়?

West Bengal Weather Forecast 13 August 2025: বুধবার সকাল থেকে কলকাতা শহরে আংশিক মেঘলা আকাশ। আজও কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

West Bengal Weather Forecast 13 August 2025: বুধবার সকাল থেকে কলকাতা শহরে আংশিক মেঘলা আকাশ। আজও কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা আবহাওয়া, ভারী বৃষ্টি, জলমগ্নতা, ১৩ জুলাই আবহাওয়া পূর্বাভাস, কলকাতা রেন আপডেট, কলকাতা তাপমাত্রা, Kolkata Weather Update, Rain in Kolkata, Kolkata Rain Forecast, AQI.in

weather update: আজ কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Bengal weather forecast:বঙ্গোপসাগরে নতুন করে আজ ফের একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তারই জেরে ফের একবার জেলায় জেলায় তুমুল দুর্যোগের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ  ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে কেমন যাবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলার পাশাপাশি পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলায়।

Advertisment

আরও পড়ুন- Road Accident: বীভৎস দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত্যুমিছিল, হাহাকার, বুক ফাটা আর্তনাদ

কলকাতার ওয়েদার আপডেট 

বুধবার সকাল থেকে তিলোত্তমা মহানগরীর আকাশ মেঘলা। আজ কলকাতা শহরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেলে কলকাতা শহরেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Crime News:কোটি টাকার চুল ভর্তি ট্রাক লুঠ! দুরন্ত তৎপরতায় বিরাট দুর্নীতির পর্দা ফাঁস পুলিশের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।

আরও পড়ুন- Abbas Siddiqui:'ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতেই হবে', SIR-এ 'অনিয়ম' মানবেন না ভাইজান!

এরই পাশাপাশি আজ অতি ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও উত্তরবঙ্গের উপরের দিকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather