Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল পুণ্যার্থী বোঝাই গাড়ি, শিশু সহ মৃত্যু ১০ জনের, হাহকার, আর্তনাদ, বুক ফাটা কান্না

Road Accident: দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত ৯ জনকে চিকিৎসার জন্য জয়পুরে রেফার করা হয়েছে এবং ৩ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Road Accident: দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত ৯ জনকে চিকিৎসার জন্য জয়পুরে রেফার করা হয়েছে এবং ৩ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল

Rajasthan Road Accident: রাজস্থানের দৌসা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন, যার মধ্যে রয়েছে ৭ শিশু ও ৩ জন মহিলা। বুধবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। খাটু শ্যামজির মন্দির থেকে ফেরা ভক্তদের নিযে একটি পিকআপ ভ্যান রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। যার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এমনটাই স্থানীয় সূত্রে খবর।

Advertisment

আরও পড়ুন- নবান্ন অভিযানে পুলিশকে মারধরে প্রথম গ্রেফতারি, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারা

রাজস্থানের দৌসা-মনোহরপুর হাইওয়েতে ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১০ জনের, যার মধ্যে রয়েছে ৭ শিশুও। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। জানা গেছে, নিহতরা খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে ২২ জনেরও বেশি তীর্থযাত্রী ছিলেন। 

Advertisment

আরও পড়ুন- বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, প্রবল ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা কোন কোন জেলায়?

দৌসা জেলার পুলিশ সুপার সাগর রানা জানিয়েছেন, “খাটু শ্যামযে মন্দির থেকে আসা ভক্তদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে খবর পাই। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৭-৮ জনকে জয়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন- সূত্রের খবরে অতর্কিতে হানা! জাল আধার কার্ড চক্রের বড়সড় দুই পাণ্ডা গ্রেফতার

দৌসা জেলা শাসক দেবেন্দ্র কুমার জানান, “প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত ৯ জনকে চিকিৎসার জন্য জয়পুরে রেফার করা হয়েছে এবং ৩ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুন- বাংলার বুকে বিরাট দুর্নীতির পর্দা ফাঁস, লক্ষ লক্ষ টাকা প্রতারণায় গ্রেফতার পোস্ট মাস্টার

Road Accident