ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে যৌন নির্যাতন, উত্তাল ব্রিটেন, জাতি বিদ্বেষের বহিপ্রকাশ?

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত দ্রুত গতিতে চলছে। সন্দেহভাজন ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত দ্রুত গতিতে চলছে। সন্দেহভাজন ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
A 20-year-old Indian-origin woman was allegedly raped in Walsall

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল অভিযুক্তের চেহারা

উত্তর ইংল্যান্ডে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জাতি বিদ্বেষের কারণেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তরুণীর উপর আক্রমণ এমনই মনে করছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। ভারতীয় বংশোদ্ভূত ওই তরুণীকে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ওয়ালসালের পার্ক হল এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Advertisment

আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজোয় তাক লাগানো আলোর জাদু, কলকাতাকে বলে বলে গোল দিতে তৈরি চন্দননগর

 ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত দ্রুত গতিতে চলছে। সন্দেহভাজন ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। পুলিশের অনুমান, অভিযুক্ত ৩০ বছর বয়সী শ্বেতাঙ্গ ব্যক্তি, হামলার সময় তার পরনে ছিল কালো পোশাক। সিসিটিভি ফুটেজ অনুয়ায়ী অভিযুক্তের চুল ছোট করে ছাঁটা। 

Advertisment

মামলার তদন্তকারী গোয়েন্দা সুপারিনটেনডেন্ট রোনান টাইর বলেন, “ তরুণীর উপর এটি একটি ভয়াবহ আক্রমণ। আমরা অপরাধীকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। প্রমাণ সংগ্রহের কাজ চলছে এবং খুব দ্রুত অভিযুক্তকে হেফাজতে নেওয়া হবে।”

আরও পড়ুন- আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা

পুলিশ জনসাধারণের উদ্দেশে বিশেষ আবেদন জানিয়েছে—ওই সময় এলাকায় কেউ যদি সন্দেহভাজন ব্যক্তিকে দেখে থাকেন বা তাঁদের কাছে কোনও প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ থাকে, তবে তা পুলিশের সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন ভারতীয় বংশোদ্ভূত তরুণী। মাত্র কয়েক সপ্তাহ আগে ওল্ডবেরি এলাকায় জাতিবিদ্বেষের কারণে এক ব্রিটিশ শিখ মহিলাকে যৌন নির্যাতনের পর ফের এই ঘটনা ঘটল। যদিও পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার মধ্যে আপাতত কোনও যোগসূত্র পাওয়া যায়নি।

আরও পড়ুন- আজই বাংলায় SIR ঘোষণার প্রবল সম্ভাবনা! বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে কমিশন

ওয়ালসালের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ফিল ডলবি জানান, ঘটনার পর স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ভয় ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। 

rape london