Advertisment

Eastern Rail: অভাবনীয় তৎপরতা রেলের! যাত্রী স্বার্থে এমন তাকলাগানো উদ্যোগের ভূয়সী প্রশংসা!

Eastern Rail: যাত্রীদের সুবিধার্থে এর আগেও একাধিক প্রকল্প হাতে নিতে দেখা গিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষকে। এবার যাত্রীদের মসৃণ পরিষেবা দেওয়ার স্বার্থে আরও এক নজিরবিহীন তৎপরতা নিয়েছে পূর্ব রেল।

author-image
Nilotpal Sil
New Update
Speed ​​of several long distance trains of Eastern Railway increased from 110 km to 130 km, একাধিক দূরপাল্লার ট্রেনের গতি বাড়াল পূর্ব রেল

প্রতীকী ছবি।

Indian Railway: যাত্রী সুরক্ষায় নানাবিধ পদক্ষেপ করতে দেখা যায় ভারতীয় রেলকে। এবার তেমনই এক দুরন্ত পদক্ষেপ করেছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। মহিলা যাত্রীদের সুরক্ষায় নেওয়া একাধিক পদক্ষেপের জোর চর্চা শুরু হয়েছে। পূর্ব রেলের তরফে তাঁদের সেই পদক্ষেপগুলি সম্পর্কে রীতিমতো বিবৃতি প্রকাশ করে বিশদে জানানো হয়েছে।

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি:  

পূর্ব রেলওয়ে যাত্রীদের, বিশেষত নিত্যযাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ) মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে এবং সুরক্ষিত ভ্রমণের পরিবেশ সরবরাহ করতে অপারেশন মহিলা সুরক্ষার অধীনে একটি বিস্তৃত প্রচার শুরু করেছে।
২০২৪ সালের আগস্ট মাস জুড়ে, পূর্ব রেলওয়ের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিত ভাবে নিখুঁত অভিযান চালিয়েছিল। 

সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেপ্তার ও বিচার করেছিল। এই এক মাসে রেলওয়ে আইনের ১৬২ ধারায় মোট ১,৭৭৪ জন অপরাধীকে গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়েছে এবং ₹৩,২৪,৪৫০/- জরিমানা আদায় করা হয়েছে। পূর্ব রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না।

নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে, সেগুলি নিম্নরূপ :

ট্রেন এসকর্ট এবং নজরদারি :

১২টি মহিলা ইএমইউ স্পেশাল ট্রেন-সহ ৩৩৯টি ট্রেনে নিয়মিত যাতায়াত করেন আরপিএফ জওয়ানরা।

৭৪টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। 

নেটওয়ার্ক জুড়ে ১৭০ টি স্টেশনে মোট ৩,৮৯৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, বিশেষত মহিলা যাত্রীদের  সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা ৮৭ টি স্টেশনে ২,২৬৫ টি ক্যামেরা মাধ্যমে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

ট্রেন এসকর্ট এবং যাত্রী ইন্টারফেস অপারেশন চলাকালীন আরপিএফ কর্মীদের ১২৭ টি পরিধানযোগ্য ক্যামেরা সরবরাহ করা হয়েছে যা সুরক্ষা পরিস্থিতির রিয়েল-টাইম পর্যবেক্ষণের অনুমতি দেয়।

৮৮টি ট্রেনে একা যাতায়াতকারী মহিলাদের সহায়তার জন্য ১৫টি স্টেশনে 'মেরি সহেলি' দল মোতায়েন করা হয়েছে। যার ফলে মহিলা যাত্রীরা একা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ যাত্রা সুরক্ষিত ও নিরাপদ ভাবে যাত্রা করতে পারেন।

আরও পড়ুন- Rg kar financial irregularities: আরজি কর দুর্নীতির দুরন্ত তদন্তে ED! 'মাস্টারলিড'-এর আশায় কলকাতায় ত্রিফলা হানা

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডে আগুনে প্রতিবাদ, কৌশলী তৃণমূল, ড্যামেজ কন্ট্রোলে 'মাস্টারপ্ল্যান'!

শহরতলির অঞ্চলগুলিতে প্রায় ২৫টি স্টেশনে যেখানে দৈনিক মহিলা যাত্রীদের যাতায়াত বেশি সেখানে মাতঙ্গিনী স্কোয়াড মোতায়েন করা হয়েছে যারা সুনিশ্চিত করে মহিলা যাত্রীদের সুরক্ষা।

অভাবী শিশুদের সাহায্য ও উদ্ধারের জন্য (হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা টাউন, ভাগলপুর, সাহেবগঞ্জ) ছয়টি চাইল্ড হেল্প ডেস্ক চালু রয়েছে। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন এবং জামালপুরে চারটি অতিরিক্ত হেল্প ডেস্ক স্থাপনের প্রক্রিয়া চলছে।

শুধু আগস্ট মাসেই অপারেশন নানহে ফারিশতের আওতায় ১২৫ জন শিশুকে (৮৮ জন ছেলে ও ৩৭ জন মেয়ে) উদ্ধার করে পুনর্বাসনের জন্য শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- ডাক্তারিতে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষের কুকীর্তি প্রকাশ্যে

অপারেশন এএএইচটি (মানব পাচার রোধ)-এর অঙ্গ হিসেবে শিয়ালদহ, হাওড়া, মালদা টাউন এবং আসানসোলের আরপিএফ পোস্টগুলিতে ৭১টি বিশেষ দল গঠন করা হয়েছে। যারা আগস্ট মাসে ৯ জন কিশোরকে উদ্ধার ও ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে ।

আরও পড়ুন- মোবাইল বন্দী গৃহবধূর স্নানের অশ্লীল ভিডিও! হাতে নাতে পাকড়াও যুবক, ইংরেজবাজারে ধুন্ধুমার

মহিলা যাত্রীদের মধ্যে নিরাপত্তার ভাব জাগিয়ে তুলতে পূর্ব রেলওয়ের বড় বড় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এই সক্রিয় পদক্ষেপটি যে কোনও সম্ভাব্য দুর্বৃত্তকে প্রতিরোধ করে এবং যাত্রীরা তাদের ভ্রমণের সময় যাতে নিরাপদ বোধ করে তা সুনিশ্চিত করে।

indian railway Indian Rail Eastern Railway Passenger Train Passenger
Advertisment