Rg kar financial irregularities: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সকাল থেকে ত্রিফলা অভিযানে ED। চিনার পার্কে সন্দীপ ঘোষের বাবার বাড়িতে ED-র হানা। সেই সঙ্গে হানা আরজি কর মেডিকেলে ক্যাফেটেরিয়া থাকা চন্দন লৌহর ফ্ল্যাটে। চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর নামে আরজি কর মেডিকেলে ক্যাফেটেরিয়া রয়েছে। এরই পাশাপাশি কালিন্দিতে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী একটি সংস্থার অফিসেও হানা ইডির অফিসারদের।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা ED। বৃহস্পতিবার সকালে শহরজুড়ে ত্রিফলা অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে হানা ইডির অফিসারদের। 'ঘোষ ভিলা' তালা বন্ধ থাকায় প্রথমে বাড়িতে ঢুকতে বেশ বেগ পেতে হয় ইডির আধিকারিকদের। তালা বন্ধ থাকা 'ঘোষ ভিলা'র চাবি আনিয়ে সেই বাড়িতে ঢোকার চেষ্টা ইডির।
একইসঙ্গে এদিন কালিন্দিতে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী সংস্থা অকটেন মেডিকেলের অফিসেও যায় ইডির আরও একটি দল। এই সংস্থা আরজি কর মেডিকেলে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করত বলে দাবি ইডির। বেআইনিভাবে তাদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ, এমনই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই কারণেই ওই সংস্থার অফিসে তল্লাশি অভিযানে ইডি।
সেই সঙ্গে এদিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতেও যায় ইডির আরও একটি দল। চন্দন লৌহর টালার ফ্ল্যাটে ইডি-র তল্লাশি। টালায় একটি বহুতলের পাঁচ তলায় চন্দন লৌহর ফ্ল্যাট রয়েছে। চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর নামে আরজি কর মেডিকেলে ক্যাফেটেরিয়া আছে। সেই ক্যাফেটেরিয়াও বেআইনিভাবে সন্দীপ তাদের পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ কেন্দ্রীয় সংস্থার।
আরও পড়ুন- 'পাবলিক মরছে ডাক্তাররা কী করে সুরক্ষিত থাকবে', আন্দোলনরত চিকিৎসকদের বেনজির হুঁশিয়ারি!
আখতার আলির অভিযোগ পত্রে এই ক্ষমা লৌহর নাম আছে। লৌহ দম্পতিকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। সব মিলিয়ে আরজি কর মেডিকেলের আর্থিক দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালে কলকাতা শহরের দিকে-দিকে দুরন্ত অভিযানে কেন্দ্রীয় সংস্থা। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে দিকে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।