Advertisment

Rg kar financial irregularities: আরজি কর দুর্নীতির দুরন্ত তদন্তে ED! 'মাস্টারলিড'-এর আশায় কলকাতায় ত্রিফলা হানা

Rg kar financial irregularities-ED Raid: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। আর্থিক দুর্নীতি তদন্তে এবার ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rg kar financial irregularities, ed raid's various places of kolkata, আরজি কর আর্থিক দুর্নীতি, ইডির অভিযান, কলকাতা

প্রতীকী ছবি।

Rg kar financial irregularities: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সকাল থেকে ত্রিফলা অভিযানে ED। চিনার পার্কে সন্দীপ ঘোষের বাবার বাড়িতে ED-র হানা। সেই সঙ্গে হানা আরজি কর মেডিকেলে ক্যাফেটেরিয়া থাকা চন্দন লৌহর ফ্ল্যাটে। চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর নামে আরজি কর মেডিকেলে ক্যাফেটেরিয়া রয়েছে। এরই পাশাপাশি কালিন্দিতে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী একটি সংস্থার অফিসেও হানা ইডির অফিসারদের। 

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা ED। বৃহস্পতিবার সকালে শহরজুড়ে ত্রিফলা অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে হানা ইডির অফিসারদের। 'ঘোষ ভিলা' তালা বন্ধ থাকায় প্রথমে বাড়িতে ঢুকতে বেশ বেগ পেতে হয় ইডির আধিকারিকদের। তালা বন্ধ থাকা 'ঘোষ ভিলা'র চাবি আনিয়ে সেই বাড়িতে ঢোকার চেষ্টা ইডির। 

একইসঙ্গে এদিন কালিন্দিতে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী সংস্থা অকটেন মেডিকেলের অফিসেও যায় ইডির আরও একটি দল। এই সংস্থা আরজি কর মেডিকেলে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করত বলে দাবি ইডির। বেআইনিভাবে তাদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ, এমনই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই কারণেই ওই সংস্থার অফিসে তল্লাশি অভিযানে ইডি।

আরও পড়ুন- RG Kar Protests: ডাক্তারদের আন্দোলনে রাজনীতির গন্ধ, সুপ্রিম নির্দেশ জারি করতে কড়া পথে হাঁটতে চলছে রাজ্য?

 আরও পড়ুন- RG Kar TMC: সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের তৃণমূল যোগ স্পষ্ট, ছবি ভাইরাল হতেই কী বললেন কাউন্সিলর?

সেই সঙ্গে এদিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতেও যায় ইডির আরও একটি দল। চন্দন লৌহর টালার ফ্ল্যাটে ইডি-র তল্লাশি। টালায় একটি বহুতলের পাঁচ তলায় চন্দন লৌহর ফ্ল্যাট রয়েছে। চন্দনের স্ত্রী ক্ষমা লৌহর নামে আরজি কর মেডিকেলে ক্যাফেটেরিয়া আছে। সেই ক্যাফেটেরিয়াও বেআইনিভাবে সন্দীপ তাদের পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ কেন্দ্রীয় সংস্থার।

আরও পড়ুন- 'পাবলিক মরছে ডাক্তাররা কী করে সুরক্ষিত থাকবে', আন্দোলনরত চিকিৎসকদের বেনজির হুঁশিয়ারি!

আখতার আলির অভিযোগ পত্রে এই ক্ষমা লৌহর নাম আছে। লৌহ দম্পতিকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। সব মিলিয়ে আরজি কর মেডিকেলের আর্থিক দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালে কলকাতা শহরের দিকে-দিকে দুরন্ত অভিযানে কেন্দ্রীয় সংস্থা। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে দিকে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

RG Kar Medical College ED RG Kar Case sandip ghosh kolkata
Advertisment