/indian-express-bangla/media/media_files/2025/06/07/peJh1tajR5g5b4Mu1SgN.jpg)
নির্লজ্জ পাকিস্তানকে ফের উচিত জবাব ভারতের
রাষ্ট্রসংঘে আবারও কাশ্মীর ইস্যু তুলে ধরতে গিয়ে চরম 'লজ্জার' মুখে পড়ল পাকিস্তান।নিরাপত্তা পরিষদে জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করতেই ভারতের স্থায়ী প্রতিনিধি পি. হরিশ পাকিস্তানের তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা পাকিস্তানের কাছে আহ্বান জানাই— তারা যেন অবিলম্বে অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে। সেখানে জনগণ পাকিস্তানি সামরিক দখল, দমন-পীড়ন, বর্বরতা এবং সম্পদের অবৈধ শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করছে।”
বিজেপি শাসিত রাজ্যে তরুণী চিকিৎসককে ধর্ষণ, মৃত্যুর ঘটনায় হুলস্থূল, পুলিশ কর্তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ, গ্রেফতার ১
রাষ্ট্রদূত হরিশ আরও বলেন, “জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আছে এবং চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে। কাশ্মীরের মানুষ ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও সাংবিধানিক কাঠামোর আওতায় তাদের মৌলিক অধিকার ভোগ করে। তবে আমরা জানি, এই মূল্যবোধগুলির সঙ্গে পাকিস্তান অপরিচিত।”
'ED-কে দিয়ে জীবনকৃষ্ণকে গ্রেফতার করিয়েছেন জেলা সভাপতি', বোমা ফাটালেন হুমায়ুন
রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় প্রতিনিধি "বাসুধৈব কুটুম্বকম"— অর্থাৎ ‘বিশ্ব এক পরিবার’— এই ভারতের প্রাচীন দর্শনের কথা স্মরণ করান। তিনি বলেন, “ন্যায়বিচার, মর্যাদা ও সমৃদ্ধির পক্ষে ভারতের অবস্থান কেবল একটি নীতি নয়, এটি আমাদের বিশ্বদৃষ্টির ভিত্তি। আমরা বিশ্বাস করি, প্রতিটি সমাজ ও মানুষের জন্য ন্যায়বিচার এবং সুযোগ থাকা উচিত।”
তামিলনাড়ুতে ১ সপ্তাহের মধ্যে SIR শুরু, বাংলা নিয়ে জোরদার জল্পনা শীর্ষে!
রাষ্ট্রদূত হরিশ তাঁর বক্তব্যে রাষ্ট্রসংঘের বর্তমান ভূমিকা ও প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এই বিতর্ক এমন এক সময়ে হচ্ছে, যখন বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক সংস্থা রাষ্ট্রসংঘ নিজেই প্রাসঙ্গিকতা, বৈধতা, বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্নের সম্মুখীন।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, রাষ্ট্রসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উপনিবেশবাদ নির্মূলে, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us