Metro Railway, Kolkata: সময় যত এগোচ্ছে যাত্রী স্বার্থে ততই দারুণ সব তৎপরতা নিতে দেখা যাচ্ছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষকে। মেট্রোয় মোবাইল ভিত্তিক ইন্টিগ্রেটেড QR কোড টিকেটিং সিস্টেম সময়ের সঙ্গে সঙ্গে বিপুল জনপ্রিয়তা লাভ করছে। প্রায় ৩.২১ লক্ষ যাত্রী ২৬ অক্টোবর, ২০২৪ পর্যন্ত তাঁদের গন্তব্যে যাওয়ার জন্য কলকাতা মেট্রোর বিভিন্ন করিডোরে এই বিকল্প টিকিটিং সিস্টেমটি ব্যবহার করেছেন।
চলতি বছরের এপ্রিল মাসে, ৬৬১৬ জন যাত্রী এই সিস্টেমটি ব্যবহার করেছিলেন। তবে গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে মোট ২৪,৫৯,৩৬২ জন যাত্রী এই সিস্টেমটি ব্যবহার করেছেন। অর্থাৎ এই সিস্টেমটির ব্যবহার ৮৯৭ শতাংশ বেড়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত, ২৪,২২০২০১ জন যাত্রী এই মোবাইল QR ভিত্তিক সিস্টেম ব্যবহার করেছেন। তুলনা করলে দেখা যাচ্ছে, গত এপ্রিল মাস থেকে এপর্যন্ত QR ভিত্তিক সিস্টেমের ব্যবহার ৩৩২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মোবাইল ভিত্তিক ইন্টিগ্রেটেড QR কোড টিকেটিং সিস্টেমটি যে অল্প কয়েকমাসের মধ্যেই ধীরে ধীরে মেট্রো যাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই তথ্যই তার প্রমাণ। যাত্রীরা এখন বাড়ি, অফিস বা পথে যেতে যেতেও এই মোবাইল ভিত্তিক QR কোড টিকিট সিস্টেমটি ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন- TET 2024 Postponed: এই বছর বাতিল প্রাথমিকের TET, সিদ্ধান্তের কারণ স্পষ্ট করলেন পর্ষদ সভাপতি
আরও পড়ুন- Kolkata: অভাবনীয় স্বীকৃতির অনন্য মুকুট! বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের বিরল সম্মান কলকাতার! জানালেন মমতা
আরও পড়ুন- Rural Mela: মেলায় ঢুকেই ক্রেতারা ছুটছেন এই দোকানে! তাজ্জব কাণ্ডে মাথায় হাত অন্য ব্যবসায়ীদের
এর জেরে যাত্রীদের আর দীর্ঘক্ষণ মেট্রোর বুকিং কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না। এই পেপারলেস টিকিট কেনার পর একটি ক্যালেন্ডার তারিখে ১২ ঘন্টার জন্য এটির বৈধতা থাকে। ব্লু লাইন এবং অরেঞ্জ লাইনের বিভিন্ন স্টেশনের AFC গেটগুলিকে এই নতুন টিকিট ব্যবস্থার জন্য আপগ্রেড করা হয়েছে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) এই টিকেটিং সিস্টেমটি তৈরি করেছে।