Kolkata: অভাবনীয় স্বীকৃতির অনন্য মুকুট! বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের বিরল সম্মান কলকাতার! জানালেন মমতা

Kolkata-world’s best cities: তিলোত্তমা মহানগরীর এমন অভাবনীয় স্বীকৃতির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Kolkata-world’s best cities: তিলোত্তমা মহানগরীর এমন অভাবনীয় স্বীকৃতির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata,West bengal, world’s best cities,AQI,Savills’ Growth Hubs Index

কলকাতা শহর।

Kolkata: আবারও 'সেরার সেরা' বাঙালি প্রাণের শহর কলকাতা। বিশ্বের ২৫টি সর্বশ্রেষ্ঠ শহরের তালিকায় নাম উঠে এল তিলোত্তমা মহানগরীর। সোশ্যাল মিডিয়ায় গর্বের এই তথ্য শেয়ার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Travel+ Leisure/World's Best Awards 2024-এর তালিকায় নাম শহর কলকাতার।

গর্বের এই তথ্য জানিয়ে ফেসবুকে কী লিখলেন মুখ্যমন্ত্রী? 

Advertisment

"একাধিক ক্ষেত্রে কলকাতার বিশ্বব্যাপী স্বীকৃতি প্রাপ্তি দেখাটা অত্যন্ত গর্বের মুহূর্ত! ভ্রমণ ও অবসরজাপনে বিশ্বের সেরা শহরগুলির মধ্যে একটি (১৯তম স্থান) কলকাতা। দ্রুত বিকাশের জন্য Savills' Growth Hubs Index দ্বারা স্বীকৃত (বিশ্বে ১১ তম স্থান) এবং সেরা বায়ু মানের সূচকগুলির মধ্যে একটি অর্জনের জন্য স্বীকৃত আইআইটি দিল্লির বিশ্বব্যাপী প্রধান মেট্রোগুলির মধ্যে (মে একিউআই-এ বিশ্বের দ্বিতীয় সেরা মেট্রো)।"

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, "কলকাতা সত্যিই প্রগতির আলোকবর্তিকা হিসেবে জ্বলছে। আমাদের শহরের যাত্রা সুন্দরভাবে প্রতিফলিত করছে যে কীভাবে ঐতিহ্য এবং আধুনিকতার সহাবস্থান করতে পারে এবং কীভাবে উন্নয়ন পরিবেশ সচেতনতার সাথে হাত মিলিয়ে চলতে পারে। প্রতিটি কলকাতাবাসীর প্রতিশ্রুতি এবং স্থিতিস্থাপকতা ছাড়া এই স্বীকৃতি সম্ভব হত না। একসাথে, আমরা একটি শহর গড়ে তুলছি যা তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সাথে এগিয়ে যায় এবং পরিবেশের যত্ন নেয়। আসুন আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ কলকাতার জন্য একসাথে এই যাত্রা চালিয়ে যাই। জয় হিন্দ! জয় বাংলা!"

আরও পড়ুন- Rural Mela: মেলায় ঢুকেই ক্রেতারা ছুটছেন এই দোকানে! তাজ্জব কাণ্ডে মাথায় হাত অন্য ব্যবসায়ীদের

Advertisment

আরও পড়ুন-Kali Puja 2024: মায়ের চক্ষুদানের সাক্ষী থাকলেই মানত হয় পূর্ণ! দেবীর স্বপ্নাদেশে শুরু এই কালীপুজো

আরও পড়ুন- great teacher:অদম্য জেদ আর অফুরান ইচ্ছাশক্তিতে বেনজির কীর্তি! অবসরপ্রাপ্ত তিন শিক্ষকের এগল্প প্রেরণা দেবে!

CM Mamata banerjee world’s best cities kolkata