West Bengal Primary TET 2024 Postponed: এবছর বাতিল প্রাথমিকের টেট (TET)। আইনি জটিলতা ও উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগে দেরির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেট বাতিলের একথা জানানো হয়েছে।
এই বছরে প্রাথমিক শিক্ষক নিয়োগের TET হচ্ছে না। প্রাথমিক শিক্ষক পর্ষদ সভাপতি গৌতম পাল এই কথা জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, "গত দু'বছরে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের বিভিন্ন আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। সেই কারণেই চলতি বছরে TET না হলে কিছুটা পিছিয়ে এসে পরবর্তী ছয় মাসের মধ্যে তা নেওয়া হবে।"
উল্লেখ্য, এর আগে ২০২২ এরপর ২০২৩ সালে প্রাথমিকের TET হয়েছিল। ২০২২ সালে একটানা পাঁচ বছর পর টেট হয়। গত দু'বছরে টেট উত্তীর্ণদের নিয়োগের প্রক্রিয়া এখনও শেষ করা যায়নি। পর্ষদ সূত্রের খবর, এবছর টেট নেওয়ার ক্ষেত্রে আর মাত্র দু'মাস হাতে সময় আছে। এক্ষেত্রে এত তাড়াতাড়ি আগের নিয়োগ প্রক্রিয়া শেষ করে পুনরায় নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। সেই কারণে এই বছরের মত টেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি।
আরও পড়ুন- Rural Mela: মেলায় ঢুকেই ক্রেতারা ছুটছেন এই দোকানে! তাজ্জব কাণ্ডে মাথায় হাত অন্য ব্যবসায়ীদের
আরও পড়ুন- Kali Puja 2024: মায়ের চক্ষুদানের সাক্ষী থাকলেই মানত হয় পূর্ণ! দেবীর স্বপ্নাদেশে শুরু এই কালীপুজো
জানা গিয়েছে, ২০২২ সালে প্রাথমিক টেটে লক্ষাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। বিভিন্ন আইনি জটিলতায় তাঁদের নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ করা যায়নি। এরপর ২০২৩ সালের টেটের ফল এখনও প্রকাশিত হয়নি। প্রাথমিক পর্ষদ সূত্রের খবর, এই পরিস্থিতিতে ২০২৪ সালে টেট পরীক্ষা নেওয়া হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা আরও বেড়ে যাবে। সেই কারণেই এবছরের মতো প্রাথমিকের টেট বাতিল বলে ঘোষণা করা হল।