New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/25/pePTpssj79HzaBzzzmXL.jpg)
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
International Kolkata Book Fair 2025-VHP: বিশ্ব হিন্দু পরিষদের নামে নয়, এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (International Kolkata Book Fair) বিশ্ব হিন্দু বার্তা নামে স্টল হচ্ছে। শনিবার একথা জানিয়ে দিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। কলকাতা বইমেলায় স্টল দেওয়ার অনুমতি চেয়ে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট মামলা খারিজের পরপরই বিশ্ব হিন্দু পরিষদকে অন্য নামে স্টল পাওয়ার অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছিল বইমেলা কর্তৃপক্ষ। হিন্দুত্ববাদী সংগঠনটি এতে সম্মত হওয়াতেই জট কেটে গেছে বলে জানিয়ে দিলেন ত্রিদিব চট্টোপাধ্যায়।
"অনেক রকম বিতর্ক হচ্ছিল, যে গিল্ড বিশ্ব হিন্দু বিরোধী। বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিচ্ছে না। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, যে জন্য বিশ্ব হিন্দু পরিষদ আমাদের বিরুদ্ধে মামলাও করেছে। মামলা খারিজ হয়ে গেছে গতকাল। আমরা একটা জায়গাতেই ছিলাম, যে আমরা কোনও সংগঠনকে স্টল দেব না। আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি, বিজেপিকে দিইনি। আমরা তৃণমূল কংগ্রেসকে দিইনি, জাগো বাংলাকে দিয়েছি। আমরা গণশক্তিকে দিয়েছি, সিপিআইএমকে দেইনি। কংগ্রেস বার্তাকে দিয়েছি কংগ্রেসকে দিইনি। ঠিক সেই ভাবে প্রথমেই বলেছিলাম, আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিন।"
"একটা ইগোর লড়াই। মামলা খারিজ হয়ে যাওয়ার পর আমরা ওনাদের বলি, আপনারা দয়া করে বিশ্ব হিন্দু বার্তা নামে নিতে পারেন। এতে ওঁরা সম্মত হন এবং গতকাল ওদের প্রতিনিধি এসে বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন জমা করে গেছেন। আমরা সেটা গ্রহণ করি ও তাঁদেরকে ফর্ম দিই আজকে। বিশ্ব হিন্দু বার্তাকে অত্যন্ত একটি ভালো জায়গায় স্টল দেওয়া হচ্ছে, ২৪৯ নম্বর স্টল।"
উল্লেখ্য, প্রতি বছর কলকাতা বইমেলায় স্টল দেয় RSS-এর শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এবছর আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারও সেখানে স্টল দেওয়ার আবেদন জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। তবে তাদের নতুন রেজুলেশন অনুযায়ী হিন্দুত্ববাদী সংগঠনটির সেই আবেদন খারিজ করে দেয় বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গিল্ডের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। যদিও উচ্চ আদালতেও তাঁদের আবেদন খারিজ হয়েছে। তবে পরবর্তী সময়ে আলোচনায় জট কেটেছে।