/indian-express-bangla/media/media_files/2025/08/20/naushad-2025-08-20-15-16-07.jpg)
Naushad Siddiqui: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যু-সহ মোট চার দফা দাবিতে বুধবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি ছিল ISF-এর। ধর্মতলা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে শুরু হয় মিছিল। সেই মিছিল এগোলেই বাধা দেয় পুলিশ। ভাঙড়ের বিধায়ক নওশাদের অভিযোগ, পুলিশ মিছিল আটকানোর নামে তাঁর বুকে ঘুষি মেরেছে।
তিনি বলেন, "আমার জামার কলার ধরেছে পুলিশ। বুকে ঘুসি মেরেছে। এটাই এখানকার পুলিশের চরিত্র। পশ্চিমবাংলার আইনশৃঙ্খলা এখন কোন জায়গায় গিয়েছে দেখুন। সাধারণ মানুষ এখানে প্রতিবাদ করতে পারবে না। পরিযায়ী শ্রমিকদের জন্য কুম্ভীরাশ্রু মুখ্যমন্ত্রীর। আমাদের কলার ধরে ভ্যানে তুলছে, এর জবাব দেব।" পরে নওশাদকে জোড়াসাঁকো থানায় নিয়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
ধর্মতলায় তুলকলাম কাণ্ড। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা SIR বাতিল, সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার-সহ মোট চার দফা দাবিতে বুধবার প্রতিবাদ মিছিল করে আইএসএফ। পুলিশের দাবি, মিছিলে অনুমতি ছিল না। পুলিশ মিছিল আটকালে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ISF-এর কর্মী-সমর্থকদের সঙ্গে তুমুল ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় পুলিশ কর্মীদের।
আরও পড়ুন- ED: রাজ্যপাল অনুমতি দিতেই দুরন্ত তৎপরতা ইডি-র, রাজ্যের ডাকাবুকোকে মন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ
বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুলিশের আধিকারিকরদের। নওশাদের দাবি, পুলিশ এদিন তার বুকে ঘুষি মেরেছে। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে বিরাট উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা মোড়ে।
বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও আটক করে পুলিশ। তাঁকে কার্যত ঠেলে তোলা হয় প্রিজন ভ্যানে।
নওশাদ সিদ্দিকীকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল জোড়াসাঁকো থানায়। থানাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। একটি বেঞ্চে তাঁকে শুয়ে পড়তেও দেখা যায়। পুলিশ কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। নওশাদের সঙ্গে আরও বেশ কিছু আইএসএফ কর্মীকেও জোড়াসাঁকো থানায় নিয়ে যায় পুলিশ। অনেককে নিয়ে যাওয়া হয় গিরিশ পার্ক থানায়।
আরও পড়ুন-E-bike scam: ই-বাইক যন্ত্রাংশের নামে অনলাইন প্রতারণা, পুলিশের জালে মূল চক্রী