সংঘর্ষ বিরতি উধাও! একদিনে ১৫৩ টন বোমাবর্ষণ করল ইজরায়েল, শক্তিতে চমকে বিশ্ব

গাজা উপত্যকায় গত রবিবার এক দিনে মোট ১৫৩ টন বোমা ফেলেছে ইজরায়েলি বাহিনী। পার্লামেটে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তোলপাড় বিশ্ব

গাজা উপত্যকায় গত রবিবার এক দিনে মোট ১৫৩ টন বোমা ফেলেছে ইজরায়েলি বাহিনী। পার্লামেটে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তোলপাড় বিশ্ব

author-image
IE Bangla Web Desk
New Update
israel-gaza-bombing-netanyahu-war-ceasefire-crisis

একদিনে ১৫৩ টন বোমাবর্ষণ করল ইজরায়েল

উধাও সংঘর্ষ বিরতি? গাজা উপত্যকায় গত রবিবার এক দিনে মোট ১৫৩ টন বোমা ফেলেছে ইজরায়েলি বাহিনী। পার্লামেটে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

Advertisment

আরও পড়ুন- ভারতের কাছে মাথা নত করল ট্রাম্প? মোদী ম্যাজিকেই কুপোকাত মার্কিন প্রেসিডেন্ট!

সোমবার তিনি সংসদে জানান, সাম্প্রতিক কয়েক দিনে গাজায় তাদের সেনা ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে। তিনি বলেন, এটা হামাসের তরফে   যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব। সংসদে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের এক হাতে অস্ত্র রয়েছে, অন্য হাতটি শান্তির জন্য প্রসারিত। শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তি থাকা প্রয়োজন, আর আজ ইসরায়েল আগে থেকে অনেক বেশি শক্তিশালী।”

Advertisment

তিনি আরও বলেন, গাজায় সেনা অভিযান এখনও শেষ হয়নি। সেনা অভিযানের লক্ষ্য হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতাকে নষ্ট করা। এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে বিস্তর প্রশ্ন।

আরও পড়ুন-  মীরজাফর! 'গর্বের বাংলাকে প্রায় ধ্বংস'...! মমতাকে এভাবে আক্রমণ শানালেন কে?

গাজার সংঘর্ষ বিরতির পর রাফা এলাকায় ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী  (IDF)-এর ওপর হামলা চালানো হয়। যাতে দুজন ইসরায়েলি সেনা নিহত হন। এর জবাবে ইজরায়েল রবিবার গাজার বিভিন্ন স্থানে এয়ারস্ট্রাইক চালায়। নেতানিয়াহু এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তবে হামাস এই ঘটনার সঙ্গে নিজেদের কোনো সরাসরি যুক্ত না থাকার দাবি করেছে।

এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট  জেডি ভেন্স মঙ্গলবার ইজরায়েলে পৌঁছেছেন। যুদ্ধবিরতি ও  দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনা নিয়ে প্রশ্ন ওঠা পর তার এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- তৃণমূলের প্রবল আপত্তি উড়িয়ে বাংলায় কার্যকর হওয়ার পথে SIR, দিল্লিতে জরুরি বৈঠকে কমিশন

গত কয়েকদিন আগে ইজরায়েল ও হামাসের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ বিরতি কার্যকর হয়।  তবে সাম্প্রতিক হামলা তা বিপন্ন করেছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামলার ফলে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন  হামাসের সিনিয়র কমান্ডাররা। হামাস ইতিমধ্যেই কিছু ইজরায়েলি বন্দির মৃতদেহ ফেরত দিয়েছে। এ পর্যন্ত ১২ জনের মৃতদেহ দেশে ফেরত এসেছে। 

Hamas Israel