ইজরায়েল-হামাস দীর্ঘ সংঘাতের অবসান! ট্রাম্পের উদ্যোগের প্রশংসা মোদীর গলাতেও

ইজরায়েল এবং হামাস আমেরিকার মধ্যস্থতায় শান্তি আলোচনার প্রথম পর্যায়ে সহমত পোষণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই খবর ঘোষণা করেছেন।

ইজরায়েল এবং হামাস আমেরিকার মধ্যস্থতায় শান্তি আলোচনার প্রথম পর্যায়ে সহমত পোষণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই খবর ঘোষণা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

ট্রাম্পের উদ্যোগের প্রশংসা মোদীর গলাতেও

অবশেষে মিটতে চলেছে ইজরায়েল-হামাস দীর্ঘ সংঘাত! অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন। ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যে দুই পক্ষঅ তার শান্তি পরিকল্পনার 'প্রথম ধাপে' একমত হয়েছে।  এই পদক্ষেপের ফলে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তি দেওয়া হবে। যাকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি আলোচনার  প্রথম পদক্ষেপ হিসাবে উল্লেখ করেছেন।  মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন,  "শীঘ্রই সমস্ত বন্দিরা মুক্তি পাবে এবং ইজরায়েল সীমান্তে সেনা প্রত্যাহার করবে। সকল পক্ষের সাথে ন্যায্য আচরণ নিশ্চিত করা হবে।" তিনি এই উদ্যোগকে স্থায়ী, শক্তিশালী ও ভবিষ্যত শান্তির লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

Advertisment

আরও পড়ুন-বিহারের পর বাংলায় SIR, সাত দিনেই চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ কমিশনের

ইজরায়েল এবং হামাস আমেরিকার মধ্যস্থতায় শান্তি আলোচনার প্রথম পর্যায়ে সহমত পোষণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই খবর ঘোষণা করেছেন। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন,"আমরা প্রেসিডেন্ট  ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বেরও প্রতিফলন। আশা করি পণবন্দিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য বর্ধিত মানবিক ত্রাণ স্বস্তি বয়ে আনবে এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।"

Advertisment

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় বলেছেন, "ঈশ্বরের সাহায্যে, আমরা সকল বন্দীদের তাদের পরিবারে ফিরিয়ে আনব।" হামাস জানিয়েছে যে এই চুক্তির মাধ্যমে ইজরায়েলি সেনার প্রত্যাহার, মানবিক সহয়তা প্রদান  এবং বন্দী মুক্তি ও বন্দী বিনিময় নিশ্চিত করার হবে। এই চুক্তি গাজায় দীর্ঘ দুই বছরের যুদ্ধের পর শান্তির সূচনা হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন- দীপাবলির আগে ভর সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা স্কুটারে পরপর বিস্ফোরণ, তুমুল আতঙ্কে হুলস্থূল

ইজরায়েল-হামাস চুক্তিতে গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর, ২০২৫) মিশরে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে একটি কূটনৈতিক অগ্রগতি এবং নৈতিক জয় হিসেবে ঘোষণা করেছেন।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, "আমি গর্বিত যে ইজরায়েল এবং হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হয়েছে। এর অর্থ শীঘ্রই সকল বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং ইজরায়েলি সেনাবাহিনী  প্রত্যাহার করবে। এটি স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।" তিনি আরও বলেন, সকল পক্ষের সঙ্গে সমান আচরণ করা হবে। এই দিনটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আমেরিকা এবং বিশ্বের সকল শান্তিপ্রিয় দেশের জন্য ঐতিহাসিক দিন। ট্রাম্প এই আলোচনা সম্ভব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালনের জন্য কাতার, মিশর এবং তুরস্ককে বিশেষভাবে ধন্যবাদ জানান।

আরও পড়ুন-কাশির সিরাপে শিশুর মৃত্যুর ঘটনায় বিরাট পদক্ষেপ, গ্রেফতার নামি ওষুধ কোম্পানির শীর্ষ আধিকারিক

modi Trump Hamas Israel