ফের মহাকাশের বুক চিঁড়ে দাপট দেখাতে প্রস্তুত ইসরো, ‘বাহুবলী’ মিশন ঘিরে উচ্ছ্বাসে ভাসছে ১৪০ কোটি দেশবাসী

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) রবিবার মহাকাশে উৎক্ষেপণ করতে চলেছে তাদের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03।

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) রবিবার মহাকাশে উৎক্ষেপণ করতে চলেছে তাদের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03।

author-image
IE Bangla Web Desk
New Update
isro-eos-09-mission-launch-unsuccessful

‘বাহুবলী’ মিশন ঘিরে উচ্ছ্বাসে ভাসছে ১৪০ কোটি দেশবাসী

ফের মহাকাশের বুক চিঁড়ে দাপট দেখাতে প্রস্তুত ইসরো।  ‘বাহুবলী’ রকেটের নতুন মিশন ঘিরে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। 

Advertisment

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) রবিবার মহাকাশে উৎক্ষেপণ করতে চলেছে তাদের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03। এই উপগ্রহটি মূলত ভারতীয় নৌবাহিনীর কমিউনিকেশন নেটওয়ার্ক এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার কাজে ব্যবহৃত হবে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের এই ৫টি উপায়ে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন, কীভাবে জানুন এক ক্লিকেই

Advertisment

CMS-03 উপগ্রহের ওজন প্রায় ৪,৪১০ কিলোগ্রাম, যেটি মাটি থেকে উৎক্ষেপণ করা এখন পর্যন্ত সবচেয়ে ভারী স্যাটেলাইট হতে চলেছে। এটি ভারতের সামরিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে ইসরোর শক্তিশালী রকেট LVM3-M5 বা "বাহুবলী" ব্যবহার করে, যার উচ্চতা ৪৩.৫ মিটার। ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং উৎক্ষেপণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

ইসরো জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে শুরু হবে এই মিশন। LVM3 রকেটটি তিন ধাপবিশিষ্ট, যার মধ্যে রয়েছে দুটি সলিড মোটর (S200), একটি তরল প্রপেলান্ট কোর স্টেজ (L110) এবং একটি ক্রায়োজেনিক স্টেজ (C25)। এই প্রযুক্তি  উপগ্রহকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) স্থাপন করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভরতা প্রদান করছে।

আরও পড়ুন-নভেম্বরে 'গ্রহ বিস্ফোরণ'!কোন কোন রাশির জাতক-জাতিকারা এই মাসেই মালামাল হবেন?

উল্লেখযোগ্যভাবে, এই একই রকেটের মাধ্যমেই ২০২৩ সালে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করেছিল ইসরো, যার ফলে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণ করে। LVM3 রকেটটি প্রায় ৪,০০০ কিলোগ্রাম ওজনের উপগ্রহকে GTO-তে এবং ৮,০০০ কিলোগ্রাম পর্যন্ত পেলোডকে নিম্ন পৃথিবীর কক্ষপথে (LEO) বহন করতে সক্ষম।

আরও পড়ুন- বৃষ্টি বিদায়েই জাঁকিয়ে শীত বঙ্গে, জানুন আজকের ব্রেকিং ওয়েদার আপডেট

CMS-03 হল একটি মাল্টি-ব্যান্ড কমিউনিকেশন স্যাটালাইট। যেটি ভারতীয় স্থলভাগ ও মহাসাগরীয় অঞ্চলে নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ পরিষেবা প্রদান করবে। এটি নৌ অভিযান ও সামুদ্রিক নজরদারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই উপগ্রহটি নৌবাহিনীর বিদ্যমান GSAT-7 (রুক্মিণী) স্যাটেলাইটের স্থলাভিষিক্ত হবে, যেটি ২০১৩ সাল থেকে ভারতের নৌ যোগাযোগের দায়িত্ব পালন করে আসছে। ‘অপারেশন সিন্দুর’-এর সময় রুক্মিণী স্যাটেলাইট ভারতের নৌবাহিনীকে পাকিস্তানি নৌবাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এখন CMS-03 সেই দায়িত্ব আরও আধুনিক প্রযুক্তিতে পালন করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- বিমানে রয়েছে 'মানব বোমা', মাঝ আকাশে হঠাৎ হুমকি, রুদ্ধশ্বাস মুহূর্তে টানটান উত্তেজনা

ISRO