/indian-express-bangla/media/media_files/2025/07/02/accident-2025-07-02-09-54-03.jpg)
প্রতীকী ছবি।
নিউটাউনে বাসের ধাক্কায় মৃত্যু এক স্কুটি চালক মহিলার। নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছেই বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী।
আজ সকালে স্কুটি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই ঘটে যায় ওই মর্মান্তিক বিপত্তি। মৃত মহিলা বনশ্রী কুণ্ডু পাল বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে নিউটাউন ইকোপার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের আগে কাট আউট থেকে ইউ টার্ন নেওয়ার সময় একটি সরকারি বাস পিছন থেকে এসে ওই স্কুটিতে ধাক্কা মারে। স্কুটির চালক ছিলেন ৩৯ বছরের ওই মহিলা।
বাসের ধাক্কায় ঠিকে রাস্তায় পড়ে গিয়ে ওই মহিলা গুরুতর আঘাত পান। তড়িঘড়ি তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, সরকারি বাসটি এদিন ডিপোয় ফিরছিল। সেই সময়ে ওই দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করেছে নিউটাউন থানার পুলিশ। যদিও চালক সেই সময় পলাত ছিলেন।