Accident:নিউটাউনের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু!

Newtown bus collision death: দুর্ঘটনার পরেই তড়িঘড়ি তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি।

Newtown bus collision death: দুর্ঘটনার পরেই তড়িঘড়ি তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
accident , WBJEE Result 2025 Live Updates  WBJEE Scorecard Download  WBJEE Official Website  How to check WBJEE Result  WBJEE 2025 result link  West Bengal JEE 2025 scores

প্রতীকী ছবি।

নিউটাউনে বাসের ধাক্কায় মৃত্যু এক স্কুটি চালক মহিলার। নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছেই বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী।

Advertisment

আজ সকালে স্কুটি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই ঘটে যায় ওই মর্মান্তিক বিপত্তি। মৃত মহিলা বনশ্রী কুণ্ডু পাল বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- Calcutta High Court:SSC-এর নয়া নিয়োগ পরীক্ষায় বসার আবেদন 'দাগি' শিক্ষকদের, আবেদনে কান পাতল হাইকোর্ট?

Advertisment

জানা গিয়েছে, এদিন সকালে নিউটাউন ইকোপার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের আগে কাট আউট থেকে ইউ টার্ন নেওয়ার সময় একটি সরকারি বাস পিছন থেকে এসে ওই স্কুটিতে ধাক্কা মারে। স্কুটির চালক ছিলেন ৩৯ বছরের ওই মহিলা। 

আরও পড়ুন- NIRF 2025:বাংলার মুকুটে জুড়ল 'সোনার পালক'! মোদী সরকারের বিচারে মিলল অনন্য সম্মান! আপ্লুত মুখ্যমন্ত্রী

বাসের ধাক্কায় ঠিকে রাস্তায় পড়ে গিয়ে ওই মহিলা গুরুতর আঘাত পান। তড়িঘড়ি তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-Mamata Banerjee :বেনজির বিশৃঙ্খলা বিধানসভায়! সাসপেন্ড BJP-র শঙ্কর ঘোষ, 'চুরি, ডাকাতিতে বেঁচে আছেন', তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

 পুলিশ সূত্রে খবর, সরকারি বাসটি এদিন ডিপোয় ফিরছিল। সেই সময়ে ওই দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করেছে নিউটাউন থানার পুলিশ। যদিও চালক সেই সময় পলাত ছিলেন।

Death Newtown bus accident