Advertisment

Digha: পর্যটকরা আহ্লাদে আটখানা হবেনই! বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসুন দিঘায়, বিনোদনের নয়া ইভেন্ট চালু কবে?

Digha: বছরভর সমুদ্রনগরী দিঘায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। এবার পর্যটকদের ভরপুর মনোরঞ্জনে দারুণ বন্দোবস্ত হচ্ছে দিঘায়। সব কিছু ঠিকঠাক চললে আর কতদিনের মধ্যে চালু হয়ে যেতে পারে এই সব ক্ষেত্রগুলি? এসব নিয়েই রইল বিশেষ এই প্রতিবেদন।

author-image
Debanjana Maity
New Update
Digha, New Digha, Kolkata to Digha, kolkata to digha train time, kolkata to digha bus service, west bengal government,দিঘা, দীঘা, কলকাতা থেকে দিঘা পর্যন্ত বাইপাস

Digha: দিঘার সমুদ্র পাড়।

Several amusement rides are likely to be launched at Digha Dheu Sagar Park: এরাজ্যের পাশাপাশি ভিনরাজ্যের পর্যটকদেরও দিঘার (Digha) প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণ কয়েকগুণ বাড়াতে নতুন সাজে সেজে উঠতে চলেছে সৈকতসুন্দরী দিঘা। ডিসেম্বর মাসে বড়দিনের আগেই দিঘায় শুরু হতে চলেছে একাধিক বিদেশি ধাঁচের রাইড। সমুদ্র থেকে মাত্র কয়েক মিটার দূরে ঢেউসাগর (Dheu Sagar) পার্কের মনোরম পরিবেশে বিদেশি ধাঁচের বিশেষ এই রাইডের টানে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

Advertisment

ইতিমধ্যে বিদেশি ধাঁচের এই সমস্ত রাইডগুলিতে শুরু হয়েছে বিশেষ ট্রায়াল। সরকারের পক্ষ থেকে ছাড়পত্র মিললেই বড়দিনের আগেই শুরু হয়ে যাবে রাইডগুলি। জানা গেছে, ঢেউ সাগর পার্কে বড়দিনের আগে থাকছে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত জিপ বাইক, জিপ লাইন, জায়ান্ট সুইং, ফ্লোটিং সাইকেল, সেভেন ডি শো সহ আরও বিভিন্ন নতুন ধরনের আইটেম। যা পশ্চিমবঙ্গে এই প্রথম বলে জানিয়েছেন দায়িত্বে থাকার সংস্থার ম্যানেজার শাশ্বতী বোসেল। জিপ বাইক অর্থাৎ ওপরে এবং নিচে দুটি তারের মাধ্যমে চলবে বিশেষ এই বাইক।

সুরক্ষার জন্য বিশেষ বেল্ট দিয়ে বাঁধা থাকবে। এছাড়াও জিপ লাইনে থাকছে তারের সাহায্যে এপার থেকে ওপার যাওয়ার সুযোগ। বিশেষ বেল্ট দিয়ে বাধা থাকবে শরীরের সাথে। এছাড়াও ছোট্ট জলাশয়ে ফ্লোটিং সাইকেলে থাকছে বিচরণের সুবিধা। জলে বিশেষ দুই ধরনের রাবারের সামগ্রী দিয়ে তৈরি এই সাইকেলের মাধ্যমে চলবে আমোদ প্রমোদ। এছাড়াও রয়েছে জায়ান্ট সুইং। যা প্রচলিত ভাষায় দৈত্যাকার দোলনা বলা চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ফুট উঁচুতে ঘন্টায় পঞ্চাশ মাইল গতিবেগে দুলবে এই বিশেষ দোলনা। ফলে দিঘার বুকে ভয়ংকর এক রাইড বলা চলে। 

আরও পড়ুন- Manoj Mitra: প্রয়াত মনোজ মিত্র, শোকবার্তায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?

আরও পড়ুন- Biman Bose Hospitalised: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বিমান বসু, এখন কেমন আছেন বামফ্রন্ট চেয়ারম্যান?

যার ট্রায়াল রান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ঢেউ সাগরের দায়িত্বে থাকা এজেন্সি সূত্রে খবর, নতুন ধাঁচে ঢেউ সাগর পর্যটকদের কাছে উপস্থাপনের জন্য খরচ হচ্ছে প্রায় ৭০ লক্ষ টাকা। সব কিছু ঠিক থাকলে বড়দিনের মধ্যেই শুরু হবে এই সমস্ত পরিষেবা। নতুন প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে বেশ কয়েকটি সেলফি পয়েন্ট। সেখানে রংবাহারি আলোর দ্বারা সাজিয়ে তোলা হবে। সমুদ্র থেকে মাত্র কয়েক মিটার দূরে গাছ গাছালি মোড়া মনোরম পরিবেশে গড়ে ওঠা এই ঢেউসাগর পার্ক এমনিতেই পর্যটকদের অন্যতম আকর্ষণের। প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ভিড় জমান এখানে। এই ঢেউ সাগর পার্কের নামকরণ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ দিঘার (New Digha) কাছেই ১২০ একর জায়গায় গড়ে উঠেছে বিশেষ এই পার্ক। এছাড়াও বিদেশি ধাঁচে রয়েছে একাধিক বিনোদন মূলক আইটেম। 

আরও পড়ুন- Bengal Weather: বঙ্গে জাঁকিয়ে শীত কবে, পারদ পতনের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

আরও পড়ুন- RG Kar case: 'বিনীত গোয়েল নিজে আমাকে ফাঁসিয়েছেন', প্রিজন ভ্যান থেকে ফের চিৎকার সঞ্জয় রায়ের

যেগুলি হল টয় ট্রেন, মিনি ক্রুজ, প্যাডেল বোটিং, কাশ্মীরি ঘরানার শিকারা, ডবল সিটার সাইকেল, রকেট ইজেক্টর সহ নানাবিধ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সংস্কৃতি পর্যটকদের (Tourists) কাছে তুলে ধরতে রয়েছে বিশেষ স্মারক হল। যেখানে পুরুলিয়ার ছৌ নৃত্য থেকে শুরু করে দিঘার ঝিনুক কিংবা দার্জিলিংয়ের চা (Darjeeling Tea) সবই মিলবে। এছাড়াও উইকেন্ডে তাকে বিশেষ আমোদ প্রমোদের ব্যবস্থা। রবীন্দ্র সংগীত থেকে বাউল গান কিংবা নাচ গানের ব্যবস্থা থাকে পর্যটকদের জন্য। 

তবে নতুন যে সমস্ত রাইড গুলি চালু হচ্ছে কতটা নিরাপদ খতিয়ে দেখবে প্রশাসন। কাঁথির মহকুমা শাসক তথা দিঘা- শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সৌভিক ভট্টাচার্য বলেন, “নিরাপত্তা ব্যবস্থা সহ প্রয়োজনীয় পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখেই তবে ছাড়পত্র দেওয়া হবে।” দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্তা প্রদীপ দাস বলেন, “আগামী মাসে বড়দিনের মধ্যেই এই সমস্ত রাইড গুলি চালু হয়ে যাবে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে ঢেউসাগর।”

Tourists in Digha Digha-Shankarpur Board Digha Tourism Digha Digha Dheu Sagar Park
Advertisment