Kolkata weather forecast:গভীর নিম্নচাপের জেরে কাঁপানো দুর্যোগ-শঙ্কা বাংলায়! প্রবল বৃষ্টিতে ধুয়ে যাবে কোন কোন জেলা?

West Bengal monsoon update July 7, 2025: ভরা বর্ষায় বাংলার বুকে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। তারই জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র থাকবে বৃষ্টির দাপট।

West Bengal monsoon update July 7, 2025: ভরা বর্ষায় বাংলার বুকে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। তারই জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র থাকবে বৃষ্টির দাপট।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update, chances of light rain in several district: আবহাওয়ার পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Kolkata rainfall prediction: শহর কলকাতার কোনও এক সময়ের জল-ছবি।

West Bengal Weather Forecast: ভরা বর্ষায় সৃষ্ট গভীর নিম্নচাপ। তারই জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলায়-জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। 

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কোথাও হালকা কোথাও বা ঝিরঝিরে বৃষ্টি শুরু। মেঘে ঢাকা আকাশে বেলা বাড়লে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal Highlights: ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুমিছিলে হাহাকার, বুক ফাটা কান্না, শোকে ভাসলেন খোদ মুখ্যমন্ত্রী

কলকাতার ওয়েদার আপডেট 

সোমবার ভোর থেকে শহর কলকাতাতেও হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টি চলছে। মেঘলা আকাশে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামিকালও কলকাতা শহরে আবহাওয়ার পরিস্থিতিতে বিসেষ বদল আসবে না। 

আরও পড়ুন- Suvendu On Mamata: '৬৮ শতাংশে নেমে এসেছে রাজ্যের হিন্দু জনসংখ্যা', তৃণমূলের তোষণের রাজনীতিকে তুলোধনা শুভেন্দুর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তুমুল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পড়ুন- Weekend trip: দিন দুয়েকের ছুটিতেই 'স্বপ্নের সফর'! বর্ষায় পাড়ি জমান কলকাতার কাছের অভূতপূর্ব এই প্রান্তে

সোমবারের পর মঙ্গলবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত আরও দিন তিনেক এমনই পরিস্থিতি চলবে।

weather rain Kolkata Weather