Jagdeep Dhankhar: বুলেটপ্রুফ গাড়ির বদলে মিলেছিল সস্তার Innova! ধনখড়কে নিয়ে বিস্ফোরক খবর এবার প্রকাশ্যে

Jagdeep Dhankhar: উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন জগদীপ ধনখড় তাঁর নিরাপত্তা বহরে চেয়েছিলেন নতুন বুলেটপ্রুফ গাড়ি, কিন্তু কেন্দ্রের তরফে তাঁকে দেওয়া হয় সাধারণ ইনোভা মডেলের একটি গাড়ি।

Jagdeep Dhankhar: উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন জগদীপ ধনখড় তাঁর নিরাপত্তা বহরে চেয়েছিলেন নতুন বুলেটপ্রুফ গাড়ি, কিন্তু কেন্দ্রের তরফে তাঁকে দেওয়া হয় সাধারণ ইনোভা মডেলের একটি গাড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
Jagdeep Dhankhar Resignation:

জগদীপ ধনখড় পদত্যাগ ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি

Jagdeep Dhankhar:  উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন জগদীপ ধনখড় তাঁর নিরাপত্তা বহরে চেয়েছিলেন নতুন বুলেটপ্রুফ গাড়ি, কিন্তু কেন্দ্রের তরফে তাঁকে দেওয়া হয় সাধারণ ইনোভা মডেলের একটি গাড়ি। বিষয়টি নিয়ে ধনখড়ের দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়েছিল বলেই সরকারি সূত্রে খবর।

Advertisment

তুমুল দুর্যোগের ভয়ঙ্কর পুর্বাভাস, বৃষ্টির সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া, বেলা গড়াতেই জেলায় জেলায় দুর্ভোগ

২০২৪ সালের ফেব্রুয়ারিতে উপরাষ্ট্রপতি সচিবালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে জানানো হয় যে, উপরাষ্ট্রপতির ব্যবহৃত তিনটি BMW গাড়ি ইতিমধ্যেই ৬ বছরের বেশি পুরনো এবং সেগুলির মধ্যে একটিও এখন আর সুরক্ষার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তাই এগুলির পরিবর্তে তিনটি নতুন বুলেটপ্রুফ গাড়ি দেওয়ার অনুরোধ জানানো হয়।

Advertisment

দুর্গাপুজোর আগে আজ মেগা বৈঠক! অনুদান বেড়ে এক লাখ? চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী

পরবর্তী সময়ে, জুন মাসে স্বরাষ্ট্র মন্ত্রক জানায় যে, গাড়িগুলির অবস্থা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে NSG, CRPF সহ ছয় জন কর্মকর্তা থাকবেন বলে জানানো হয়। কিন্তু নভেম্বর মাসে সিদ্ধান্ত হয়, উপরাষ্ট্রপতির কনভয়ের জন্য কোনও নতুন বুলেটপ্রুফ গাড়ি নয়, বরং একটি Innova ও একটি Fortuner গাড়ি দেওয়া হবে – যেগুলি আদৌ বুলেটপ্রুফ নয়। উপরাষ্ট্রপতির সচিবালয় জানায়, এই সিদ্ধান্তে তারা অসন্তুষ্ট। এমন একজন উচ্চপদস্থ সাংবিধানিক প্রতিনিধি যিনি প্রতিদিন বহু সরকারি কাজ ও সফরে অংশ নেন, তাঁর জন্য বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দটা প্রয়োজন।

ফের ভারতকে বিরাট ধাক্কা ট্রাম্পের!জোর চর্চায় মার্কিন প্রেসিডেন্টের তোলপাড় ফেলা সিদ্ধান্ত

এই বিতর্কে  দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রক একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করে। দিল্লি পুলিশ বলেছে, গাড়ি বরাদ্দ করা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব।আবার মন্ত্রক জানিয়েছে, গাড়ি-সংক্রান্ত সিদ্ধান্ত দিল্লি পুলিশই নেয়। উল্লেখ্য, ২২ জুলাই জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টানাপোড়েনও তাঁর পদত্যাগের নেপথ্যে বড় একটি কারণ হতে পারে।

Jagdeep Dhankhar MEA