/indian-express-bangla/media/media_files/R25cCpNCVxV3IvI0NhJg.jpg)
দীর্ঘ প্রায় ৫ বছর পর চিন সফরে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর
Jaishankar China visit: দীর্ঘ প্রায় ৫ বছর পর চিন সফরে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। আজ, রবিবার (১৪ জুলাই) থেকে শুরু হচ্ছে তাঁর সিঙ্গাপুর ও চিন সফর। চিন সফরের অংশ হিসেবে তিনি বেজিংয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর ১৪ ও ১৫ জুলাই তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।
বিদেশ মন্ত্রকের সূত্র অনুযায়ী, ভারত ও চিনের মধ্যে ২০২০ সালের পূর্ব লাদাখে গালওয়ান সংঘর্ষের পর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই ঘটনার পর এটিই বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রথম চিন সফর।
চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে একের পর এক কামরা, তুমুল আতঙ্ক
দ্বিপাক্ষিক আলোচনায় থাকছে কী কী বিষয়?
সূত্রের খবর, আজকের বৈঠকে বিরল খনিজ সরবরাহ, দালাই লামার উত্তরাধিকার, ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ভারত-চিন সরাসরি বিমান চালু সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও SCO প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে চিন সফর করেছিলেন। জয়শঙ্করের সফর সেই ধারাবাহিকতাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে।
ভরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, চরম চাঞ্চল্যে হুলস্থূল
২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। এর পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। সীমান্তে মোতায়েন করা হয় হাজার হাজার সেনা, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান। তবে অক্টোবরে রাশিয়ায় মোদী-শি জিনপিং সাক্ষাতের পর উভয় দেশ সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়। সেই লক্ষ্যেই এ বছর জয়শঙ্কর ওয়াং ই-র সঙ্গে ইতিমধ্যেই দু’বার দেখা করেছেন—নভেম্বরে রিও ডি জেনেইরো ও ফেব্রুয়ারিতে জোহানেসবার্গে।
ঘুরে গেল খেলা! ২১ জুলাইয়ের আগে বিজেপির মাস্টারস্ট্রোক, মোদীর বঙ্গ সফর ঘিরে চড়ছে উত্তেজনার পারদ
জুলাই মাসে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র ভারত সফরের সম্ভাবনাও রয়েছে, যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত ইস্যুতে আলোচনা হতে পারে বলে সূত্রের দাবি। জয়শঙ্করের এই সফর শুধু SCO সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে ‘নতুন পথ খোলার’ সূচনা হতে পারে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।