/indian-express-bangla/media/media_files/2024/11/05/4c7JTuLUMDP7l6ZNw8Tz.jpg)
প্রতীকী ছবি
দুর্গা প্রতিমা বিসর্জন দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে শিশু কন্যাকে শ্মশানে নিয়ে যায় প্রতিবেশী যুবক। সেখানে শিশু কন্যাটির উপর শারীরিক অত্যাচার চালানোর অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত বাউল।জামালপুর থানা এলাকায় তার বাড়ি। নির্যাতিতা শিশুকন্যা এখন চিকিৎসাধীন রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনা হুলস্থুল ফেলে দিয়েছে ওই এলাকায়।
সকলেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।
আরও পড়ুন- ইট দিয়ে থেঁতলে দেওয়া হল মাথা, পুলিশ কর্মীকে বেধড়ক মার, হুলস্থূল কাণ্ড জামালপুরে
শিশু কন্যার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করে। 'পকসো অ্যাক্টে’ মামলা রুজু করে পুলিশ শনিবার ধৃত সুব্রত বাউলকে পেশ করে বর্ধমান আদালতে। ধৃতকে ৫ দিন পুলিশ হেফাজতে নিতে চেয়ে এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সিজেএম সেই আবেদন মঞ্জুর করেছেন। অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছে শিশুর পরিবার ।
আরও পড়ুন-বাংলায় অবশেষে শুরু SIR-এর প্রস্তুতি, দিনক্ষণ চূড়ান্ত করল কমিশন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় ঘটনাটি ঘটছে সেই এলাকায় শিশুটির মায়ের বাপের বাড়ি। শুক্রবার বিকালে বাপের বাড়ি এলাকার আদি বারোয়ারী দুর্গা প্রতিমার নিরঞ্জন থাকায় ৭ বছর বয়সী শিশু কন্যাকে সঙ্গে নিয়ে তাঁর মা বাপের বাড়ি এসেছিলেন। বিকালে গ্রামে দুর্গা প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা বের হয়। ওই সময়ে ওই দুর্গাপুজোর নিরঞ্জন শোভাযাত্রা দেখাতে নিয়ে যাবে বলে এলাকার যুবক সুব্রত বাউল ওই শিশু কন্যাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে।
পরিবারের অভিযোগ, দুর্গা প্রতিমা নিরঞ্জন স্থলে যাবার পথে 'ভুত’ দেখানোর কথা বলে সুব্রত ওই শিশু কন্যাকে নিয়ে যায় স্থানীয় শ্মশান ঘাটে। নির্জন সেই শ্মশানে সুব্রত ওই শিশুকন্যার উপর শারীরিক অত্যাচার চালানো শুরু করে।
সেই সময়ে এলাকার এক বাসিন্দা শ্মশানের পাস দিয়ে যাচ্ছিলেন। তিনি শিশু কন্যার আর্তনাদ শুনে শ্মশানে ছুটে গিয়ে দেখেন, এলাকার যুবক সুব্রত ওই শিশু কন্যার উপর যৌন অত্যাচার চালাচ্ছে। তিনি চিৎকার শুরু করতেই সুব্রত ওই শিশকন্যাকে শ্মশানে ফেলে রেখে ছুটে নিজের বাড়িতে পালায়।
শিশু কন্যাকে উদ্ধার করে তাঁর বাড়িতে পৌছে দিয়ে ওই ব্যক্তি এলাকার যুবক সুব্রত বাউলের কুকীর্তির কথা শিশু কন্যার পরিবারকে জানায়। এলাকাতেও ছড়িয়ে পড়ে যুবক সুব্রতর কুকীর্তির কথা। এর পরেই ক্ষুব্ধ এলাকাবাসীর জনরোষ আছড়ে পড়ে সুব্রতর বাড়িতে।খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌছে উত্তেজনা সামাল দিয়ে সুব্রত বাউলকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে শিশু কন্যার পরিবারের থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত যুবক সুব্রত বাউলকে গ্রেপ্তার করে।