/indian-express-bangla/media/media_files/2025/08/03/pakistanearthquake-2025-08-03-08-05-15.jpg)
প্রতীকী ছবি
রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে হঠাৎ প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) জানিয়েছে, ভোর ২টা ৪৭ মিনিটে ডোডা এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ঘুমন্ত অবস্থায় কম্পন টের পেয়ে আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে সৌভাগ্যবশত, ভূমিকম্পের তীব্রতা ছিল কম, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন-দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে উত্তাল, থমথমে শহর! ইন্টারনেট পরিষেবা বন্ধ, শান্তির আহ্বান প্রশাসনের
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। এনসিএস-এর এক্স পোস্টে জানানো হয়েছে, কোনও হতাহত বা সম্পত্তির ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬।
একদিকে ভূমিকম্প, অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা— দুই দিক থেকেই বিপর্যয়ের মুখে জম্মু ও কাশ্মীর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের আবহাওয়া আগামী কয়েকদিন খারাপ থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামী দু'দিন, অর্থাৎ সোমবার (৬ অক্টোবর) ও মঙ্গলবার (৭ অক্টোবর) ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি এলাকায় নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- রোষে দার্জিলিং, ডুয়ার্স! বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত্যুমিছিল, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
দেশের অন্য প্রান্তেও ভূকম্পন অনুভূত হয়েছে। ৫ অক্টোবর রবিবার দুপুর ১টা ২৬ মিনিটে মহারাষ্ট্রের সাতারায় ২.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে। কোনও ক্ষতির খবর মেলেনি। এর আগে, ৪ অক্টোবর শনিবার মধ্যপ্রদেশের সিংরৌলি ৩.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। দু’ক্ষেত্রেই বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
আরও পড়ুন-আজই বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ, বিকেল ৪টেয় কমিশনের বিশেষ সাংবাদিক বৈঠক