/indian-express-bangla/media/media_files/2025/08/16/krishna-2025-08-16-15-39-05.jpg)
Janmashtami 2025: জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় খাবারের জোগাড়ে নাভিশ্বাস অনেকেরই।
Janmashtami 2025:গত কয়েক বছর ধরে জন্মাষ্টমীর ঠিক কয়েকদিন আগে থেকে আকাশছোঁয়া দাম হয়ে যায় তালের। এবারও তার কোনও অন্যথা হল না। জন্মাষ্টমীর অপরিহার্য্য একটি খাবার হল তালের বড়া। আর সেই তাল কিনতে গিয়েই যেন মাথায় তাল পড়ার যোগার আমআদমির।
গত বছরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে জন্মাষ্টমীর দিন কিংবা তার আগের দিন তালের দাম মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে। এবারও সেই একই ঘটনা শহর থেকে জেলার বাজারগুলিতে। কোনও কোনও বাজারে এক একটি তাল বিক্রি হল ২০০,৩০০,৪০০ এমনকী ৫০০ টাকাতেও।
কথিত রয়েছে, শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হল তালের বড়া। আর তাই তাঁর আবির্ভাব তিথি জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে তালের বড়া নিবেদন সনাতন ধর্মাবলম্বী বা শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে একটি পরম ভক্তির বিষয়। জন্মাষ্টমীর সময় তালের চাহিদা বিপুলভাবে বেড়ে যায়। সেই কারণেই আকাশ ছোঁয়া দাম হয় তালের।
তবে এই তালের দাম বৃদ্ধির পেছনে তালের গাছের সংখ্যা কমে যাওয়াও অন্যতম একটি বড় কারণ বলে মনে করছেন কেউ কেউ। নগরায়নের যুগে জঙ্গল কেটে সাফ হচ্ছে ফি দিন। মফস্বল থেকে শুরু করে জেলাগুলিতে দিনের পর দিন কমছে তালগাছের সংখ্যা। আবার তালের দাম বৃদ্ধির পিছনে অন্য একটা কারণ হল আজ-কালকার গৃহিনীদের একটি বড় অংশের তালের বড়া বানানোয় অনীহা।
আরও পড়ুন-Janmashtami 2025:বর্ধমান থেকে কলকাতা, শ্রীকৃষ্ণের পুণ্যজন্মতিথি জন্মাষ্টমীতে বাংলায় উৎসবের মেজাজ!
সেই কারণেই এখন অনেক মিষ্টির দোকান থেকে শুরু করে পাড়ার মুদি দোকানেও মিলছে তালের বড়া। জন্মাষ্টমীর সময় প্যাকেট ভর্তি সেই তালের বড়া কিনে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে অনেককে। এই সব কারণেও তালের চাহিদা এখন বিপুলভাবে বেড়ে গিয়েছে। এটাও তালের দাম বৃদ্ধির একটা অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে।